নিউজ ডেস্ক: অ্যাপ ক্যাবের দৌরাত্ম্য শুনতে শুনতে নাজেহাল শহরবাসী। কখনো এসি চালানো নিয়ে যাত্রীদের সঙ্গে বচসা আবার কখনো বেশি ভাড়া দিতে হবে বলে জোরজুলুম, অ্যাপক্যব নিয়ে তিক্ত অভিজ্ঞতা কম বেশি সমস্ত কলকাতাবাসীর রয়েছে। তাই এই সমস্যার সমাধানে এইবার আসরে নামল শহরের পরিবহণ বিভাগ। সরকারি তরফেই এবার চলে এল মিটারে ট্যাক্সি বুক করার অ্যাপ।
চলতি সপ্তাহ থেকেই মিলবে এই পরিষেবা। কলকাতা ও হাওড়ার চারটি বড় স্টেশন ও বিমানবন্দরের বাইরে থাকা ট্যাক্সি স্ট্যান্ডগুলিতে অফলাইনে ট্যাক্সিবুকিং বন্ধ হয়ে গিয়েছে। বরং সেখানে ট্যাক্সি বুক করতে গেলে যাত্রীদের ফোনে নতুন অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করে দেওয়া হচ্ছে। নতুন এই সরকারি অ্যাপের নাম যাত্রী সাথী (Yatri Sathi) অ্যাপ।
মূলত স্টেশনের বাইরে ট্যাক্সি ধরার লম্বা লাইন ও কলকাতার হলুদ ট্যাক্সির ঐতিয্যকে রক্ষা করার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছে পরিবহণ দফতর। এসি এবং ননএসি দুরকম ক্যাবই পাওয়া যাবে এতে। প্রচলিত অ্যাপক্যাব সংস্থাগুলির চেয়ে যাত্রী সাথী-তে ৩০-৩৫ শতাংশ ভাড়া কম হবে বলেই জানিয়েছেন এক আধিকারিক।
সন্ধ্যেবেলা অফিস টাইমে ধর্মতলা থেকে ৫ কিলোমিটারের মধ্যে কোনো জায়গা বুক করলে ভাড়া গড়া ৩০০-৩৫০ টাকার মধ্যে পড়ে কিন্তু এই অ্যাপে নন-এসি হলুদ মিটার ট্যাক্সিতে ১৯৯ টাকা ও নীল সাদা এসি ট্যাক্সিতে ২৪৮ টাকার মতো পড়বে। তবে শুধু মাত্র ট্যাক্সি স্ট্যান্ড থেকেই নয়, বাড়ি থেকেও এবার মিটারে ট্যাক্সি বুক করা যাবে এই অ্যাপের সাহায্যে।