নিউজ ডেস্ক: মণিপুর মহিলা নির্যাতন নিয়ে কেন্দ্রকে ঝাঁঝালো আক্রমণ শানাচ্ছে তৃণমূল-শাসিত পশ্চিমবঙ্গ। এই অবস্থার মধ্যেই মহিলা নিখোঁজের দিক দিয়ে লজ্জার নজির গড়লো পশ্চিমবঙ্গ। দেশের মধ্যে ২০২১ সালে ১৮ বছরের কম বয়সী সর্বাধিক কিশোরী নিখোঁজ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে বলে জানা গেল একটি রিপোর্ট থেকে। সম্প্রতি ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরো প্রকাশিত করেছে নারী নিখোঁজ সংক্রান্ত একটি তালিকা। সেই তালিকা থেকেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
রিপোর্টটিতে জানানো হয়েছে, ১৮ বছরের উপরে ৩৭৫০৫৮ জন মহিলা নিখোঁজ হয়েছে বিগত ২০২১ সালে। অন্যদিকে, সেই বছরই ১৮ বয়সের নীচে নিখোঁজ হয়েছে ৯০১১৩ জন কিশোরী। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত কিশোরী-সহ মোট মহিলা সর্বাধিক নিখোঁজ হয়েছে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে। তথ্য বলছে, ২০১৯ সাল থেকে ২০২১ পর্যন্ত মধ্যপ্রদেশে নিখোঁজ হয়েছে যথাক্রমে ৫২১১৯, ৫২৩৫৭ এবং ৫৫৭০৪ জন মহিলা। অন্যদিকে, মহারাষ্ট্রে এই ৩ বছরের পরিসংখ্যান যথাক্রমে- ৬৩২৬৭, ৫৮,৭৩৫ এবং ৫৬৪৯৮ জন। যদিও মহারাষ্ট্রে নিম্নমুখী হয়ে চলেছে এই মহিলা নিখোঁজের সংখ্যা।
তবে এই পরিসংখ্যান থেকে ভয়াবহ তথ্য উঠে এসেছে পশ্চিমবঙ্গ থেকে। ২০২১ সালে দেশ জুড়ে নিখোঁজ হওয়া ৯০১১৩ জন কিশোরীর মধ্যে ১৩,২৭৮ জনই নিখোঁজ বাংলা থেকে, যা সর্বাধিক। প্রশ্ন উঠছে, এই নিখোঁজ কিশোরীদের কি আসলে পাচার করে দেওয়া হচ্ছে? সেই সঙ্গে প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গে মহিলা-নিরাপত্তা নিয়েও। উল্লেখ্য, এই ৩ বছর গোটা দেশ জুড়ে ২৫১৪৩০ জন কিশোরী নিখোঁজ হয়েছে। অন্যদিকে, ১৮ উর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যা ১০৬১৬৪৮। রিপোর্টটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নিখোঁজের তালিকায় শীর্ষে থাকা রাজ্যগুলিকে মহিলা নির্যাতনে লাগাম টানতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।