নিউজ ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে বিনোদন কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনল কলকাতা পুরসভা। সূত্র মারফত জানা গিয়েছে ১ কোটি ৭৩ লক্ষ টাকা বিনোদন কর বাকি রয়েছে কলকাতা নাইট রাইডার্সের।
দেশের প্রায় সব পুরসভা নিময় অনুযায়ী নিজের শহরে আইপিএল ম্যাচ খেলার জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির থেকে বিনোদন কর নিয়ে থাকে। সেই নিময় অনুসারে নাইট রাইডার্সও কলকাতা পুরসভার অধীনে থাকা ইডেন গার্ডেন্স ব্যবহার করার জন্য কর্পোরেশনকে বিনোদন কর দেয়। তবে দীর্ঘদিন সেই কর বাকি থাকায় নাইট রাইডার্স কর্তৃপক্ষকে ডিমান্ড নোটিশ পাঠাচ্ছে কলকাতা পুরসভা। বুধবার মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কলকাতা কর্পোরেশনের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, ২০১১ সাল থেকে নাইট রাইডার্স কর্তৃপক্ষ ইডেন গার্ডেন্স ব্যবহার করছে। নিয়ম অনুযায়ী কেকেআরের থেকে কলকাতা পৌরসভার মোট ৩ কোটি ৭৩ লক্ষ টাকা পাওয়ার কথা।
আরও পড়ুন: MS Dhoni: ধোনি এখনও চাকুরীজীবী!
অনেক আবেদন করার পরে দু’কোটি টাকা পাওয়া গেলেও এখনও ১ কোটি ৭৩ লক্ষ টাকা রয়েছে নাইট কর্তৃপক্ষের। সেই টাকা বারবার বলার পরেও না মেটানোয় শাহরুখ খানের এই ফ্র্যাঞ্চাইজিকে নোটিশ পাঠাচ্ছে তারা। পুরসভার এক আধিকারিক জানান, বকেয়া বিনোদন কর নিয়ে কলকাতা পুরসভার কমিশনারের সঙ্গে বৈঠক হয় নাইট রাইডার্স কর্তাদের। সেখানে করের উপর অনেক টাকা ছাড় দেওয়া হলেও বাকি টাকা এখনও মেটায়নি তারা। তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ করতে চলছে পুরসভা কর্তৃপক্ষ।
যদিও কর বাকি থাকার ঘটনা এই প্রথমবার শোনা যাচ্ছে তা এমনটা নয়। এর আগেও কলকাতা পুরসভা নোটিস পাঠায়। যেহেতু শাহরুখ খান পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই আইনি পথে হাঁটেনি পুরসভা। ধীরে চলার নীতি গ্রহন করে। কিন্তু বর্তমানে সেই করের পরিমান এতটাই বেড়ে গিয়েছে যে কিছুটা হলেও সমস্যায় পড়েছে পুরসভা। তাই বকেয়া কর মেটানোর আর্জি জানাল তারা।