নিউজ ডেস্ক: এবার মহরমের বাজনার শব্দবিধির নির্দেশিকা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। আগামী শনিবার ২৯ জুলাই পড়েছে মহরম। তার আগে মহরম উপলক্ষ্যে বহু এলাকায় অনিয়ন্ত্রিতভাবে বাজনা বাজানো বন্ধ করতে এই নির্দেশিকা জারি করল আদালত। হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ কলকাতা পুলিশকে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে বলে জানায় সূত্র। সেই সঙ্গে তটস্থ থাকতে বলা হয়েছে দূষণ পর্ষদকেও।
প্রসঙ্গত দুর্গাপুজোসহ অন্যান্য পুজোতেও মেনে চলা হয় নির্দেশিত শব্দবিধি। সেই অনুযায়ী এবার মহরমেও ৬০ ডেসিবেলের মধ্যে শব্দমাত্রা রেখেই বের করতে হবে শোভাযাত্রা। আজ থেকে মহরমের দিন পর্যন্ত জারি রাখা হয়েছে এই নির্দেশিকা। কড়া থাকতে বলা হয়েছে পুলিশ-প্রশাসনকেও।
উল্লেখ্য, মহারমের দিন একাধিক এলাকায় স্বাভাবিকের তুলনায় প্রবল জোরে বাজানো হয়ে থাকে অনুষ্ঠানের বাজনা। এরফলে কষ্ট ভোগ করতে হয় অসুস্থ ব্যক্তি, শিশু-বৃদ্ধদেরকেও। সমস্যায় পড়ে পশু এবং গৃহপালিতরাও। এই কারণে শব্দমাত্রা নিয়ন্ত্রণ রাখতে বলে অভিযোগ জমা পড়ে হাইকোর্টে।