নিউজ ডেস্ক: ব্যোমকেশকে নিয়ে টলিউডের অন্দরে টানাপোড়েন চলছিল আগেই। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ব্যোমকেশ ও দুর্গ রহস্যকে নিয়ে দুই দলে ভাগ হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে। চলতি বছরে দুই জোড়া ব্যোমকেশ-সত্যবতীকে দেখতে পাবে বাঙালি দর্শক। আর এবার সেই টানাপোড়েনের মাঝেই মুক্তি পেল এই ছবির ট্রেলার। তবে ট্রেলারেও চমকের শেষ নেই!
দেব এনটারটেনমেন্ট ভেঞ্চারস ও শ্যাডো ফ্লিল্মস আয়োজিত এই ছবির ট্রেলার লঞ্চ হয়েছে কলকাতার এক পাঁচতার হোটেলে। তবে সেই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন দুই জোড়া ব্যোমকেশ-সত্যবতীই। যা দেখে চোখ কপালে দর্শকদের। ব্যোমকেশকে নিয়ে গত কয়েক মাসের রেষারেষি, সমালোচনা নিমেষেই মিটিয়ে দিলেন দেব। আবার দেবের হয়ে মঞ্চে গলা ফাটালেন স্বয়ং সৃজিত মুখোপাধ্যায়, যিনি ব্যোমকেশ হিসেবে দেবকে কাস্ট করতে অস্বীকার করেছিলেন।
আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে বিরসা দাসগুপ্ত পরিচালিত ব্যোমকেশ ও দুর্গ রহস্য। ব্যোমকেশের চরিত্রে দেব, সত্যবতী রুক্মিণী ও অজিতের চরিত্রে অম্বরীশ। এই দিন সৃজিত দেবকে না নেওয়ার কারণ হিসেবে বলেন যে তিনি ব্য়োমকেশ চরিত্রের জন্য অনির্বাণের কথা ভেবে রেখেছিলেন ফলে মুখ বদল করা সম্ভব ছিল না তাঁর পক্ষে। যদিও ট্রেলার দেখে তিনি সিনেম্যাটিক শটের ভূয়সী প্রসংশা করেছেন।
ট্রেলারের শুরুতেই সংসারী ব্যোমকেশকে দেখা যায়। অন্তঃসত্ত্বা স্ত্রীর দেখভালে ব্যস্ত। এমনকী লেখকের গল্পের বাইরে বেরিয়ে অনাগত সন্তানের জন্য ধূমপানও ছেড়ে দিয়েছেন তিনি। তবে এরপরেই দেখা গেল সত্যান্বেষীর আসল রূপ। সর্প দংশনে মৃত্যু হয় হরিপ্রিয়ার। সত্যের খোঁজে বেরিয়ে পড়েন ব্যোমকেশ। একে একে রহস্য দানা বাঁধে। দুর্গ হাতানোর লড়াই থেকে গুপ্তধনের লোভ, সব মিলিয়ে জমজমাট ট্রেলার ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। যদিও অপর ব্যোমকেশের সঙ্গে রফা হয়ে গিয়েছে আগেই। মুক্তির ডেট পিছিয়েছে সৃজিত। পুজোয় ওটিটিতে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’।