নিউজ ডেস্ক: বিজেপি মুসলিমবিরোধী দল, এই অভিযোগে ফলাও করে প্রচার করতে দেখা যায় বিরোধী দলগুলিকে। সম্প্রতি বিরোধী দলগুলির গঠন করা জোটেরও আগামী নির্বাচনী প্রচারের অন্যতম এজেন্ডা বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকারকে মুসলিম-বিরোধী হিসেবে প্রচার করা। কিন্তু সত্যিই বিজেপির শাসনে কেমন রয়েছেন ভারতীয় মুসলিম সমাজ, এ সংক্রান্ত একটি প্রশ্নের তথ্যভিত্তক উত্তর দিয়েছেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানী।
সম্প্রতি, ভারতে মুসলিম জনসংখ্যা নিয়ে সংসদে একটি রিপোর্ট চাওয়া হলে তার তথ্য জানায় কেন্দ্র। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতে মুসলিম জনসংখ্যার হার ছিল ১৪.২%। আর ২০২৩ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা হয়ে যাবে প্রায় ২০ কোটি। পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২১-২২-এ ৭ বছর এবং তদূর্ধ্ব মুসলিম স্বাক্ষরতার হার ৭৭.৭%। অন্যদিকে সব বয়সের দিক থেকে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৩৫.১%।
অন্যদিকে, বিভিন্ন পরিষেবা নিয়েও সমীক্ষা করা হয়েছিল ভারতের মুসলমান নাগরিকদের। সেখান থেকে জানা যাচ্ছে, প্রায় ৯৫% মুসলমান নাগরিক মনে করেন উন্নত হয়েছে পানীয় জল পরিষেবা। প্রায় ৯৭.২% মানুষ মনে করেন, শৌচালয়ের সার্বিক উন্নতি হয়েছে এই সরকারের আমলে। সেই সঙ্গে নতুন বাড়ি কিংবা ফ্ল্যাট বানিয়ে বসবাস করা মুসলিম পরিবারের হার ৫০.২%। যদিও জনসংখ্যা কমিশনের সর্বশেষ রিপোর্ট অনুসারে ২০২৩ সালে দেশের আনুমানিক জনসংখ্যা ১৩৮.৮২ কোটি। তবে একাধিক বেসরকারি মত অনুযায়ী ১৪০ কোটি জনসংখ্যা ছাড়িয়ে গেছে ভারতের।