নিউজ ডেস্ক: ভারতীয় ফুটবল দলকে বুধবারই এশিয়ান গেমসে খেলার অনুমতি দিয়েছে কেন্দ্র। আর বৃহস্পতিবার এশিয়ান গেমসে ফুটবলের গ্রুপ বিন্যাস হয়ে গেল। একই দিনে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেরও গ্রুপ বিন্যাস হয়েছে। দু’টি প্রতিযোগিতাতেই অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে ভারত। তবে গ্রুপের বাধা টপকালেও কঠিন লড়াই সুনীল ছেত্রীদের সামনে।
এশিয়ান গেমসে পুরুষদের মোট ২৩টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। আয়োজক দেশ হওয়ায় সরাসরি গ্রুপ এ-তে রয়েছে চিন। সেই গ্রুপেই ভারত। এখানেই বড় চ্যালেঞ্জ সুনীল ছেত্রীদের। বাকি দু’টি দল হল বাংলাদেশ ও মায়ানমার। ফিফা ক্রমতালিকায় ভারত রয়েছে ৯৯ নম্বরে। এশিয়ান গেমসের গ্রুপে একমাত্র চিন (৮১) ভারতের আগে। বাকি দুই দল বাংলাদেশ (১৯২) ও মায়ানমার (১৬০) ক্রমতালিকায় অনেকটা পিছিয়ে রয়েছে।
প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল ও চারটি সেরা তৃতীয় স্থানে থাকা দল প্রি-কোয়ার্টার ফাইনালে উঠবে। সেখান থেকে শুরু হবে নক আউট পর্ব। অর্থাৎ, গ্রুপ এ থেকে প্রথম দুই দল হিসাবে ভারতের নক আউটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে সেখানে সৌদি আরব, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো কঠিন দলের বিরুদ্ধে খেলতে হবে সুনীলদের।
১৯টি দলের গ্রুপ বিন্যাস—
গ্রুপ বি: ভিয়েতনাম, সৌদি আরব, ইরান, মঙ্গোলিয়া
গ্রুপ সি: উজবেকিস্তান, সিরিয়া, হংকং, আফগানিস্তানগ্রু ডি: জাপান, প্যালেস্টাইন, কাতার
গ্রুপ ই: দক্ষিণ কোরিয়া, বাহরিন, তাইল্যান্ড, কুয়েত
গ্রুপ এফ: উত্তর কোরিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, চাইনিজ তাইপেই