নিউজ ডেস্ক: ট্রায়াল না দিয়েও এশিয়ান গেমসে ভারতের কুস্তি দলে সুযোগ পেয়েছেন বজরং পুনিয়া ও বিনেশ ফোগট। কিন্তু তার পরেও দল থেকে বাদ পড়তে পারেন তাঁরা। এমনটাই জানিয়েছেন ভারতীয় কুস্তি সংস্থার বিশেষ (অ্যাডহক) কমিটির এক সদস্য। সামনেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়াল। সেই ট্রায়ালে নামতেই হবে দুই কুস্তিগিরকে। সেখানে জিততে না পারলে এশিয়ান গেমসে খেলা না-ও হতে পারে বজরং, বিনেশের।
এশিয়ান গেমসে পুরুষদের ৬৫ কেজি বিভাগে বজরং ও মহিলাদের ৫৩ কেজি বিভাগে বিনেশ সুযোগ পেয়েছেন। বাকি কুস্তিগিরদের ট্রায়াল দিতে হয়েছে। সেখানে জিতে পুরুষদের ৬৫ কেজি বিভাগে বিশাল কালিরামান ও মহিলাদের ৫৩ কেজি বিভাগে অন্তিম পাঙ্ঘাল স্ট্যান্ড বাই হিসাবে রয়েছেন। অ্যাডহক কমিটির সদস্য জ্ঞান সিংহ সংবাদ সংস্থাকে বলেছেন, “আমরা প্রস্তাব রাখতে চাই যদি বজরং ও বিনেশ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়াল জেতে তা হলেই তাঁরা এশিয়ান গেমসে যাবে। নইলে ওদের বদলে বিশাল ও অন্তিম এশিয়ান গেমসে ভারতীয় টিমের জার্সি গায়ে দেবে।” অ্যাডহক কমিটির পরবর্তী বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন জ্ঞান।
এশিয়ান গেমসের ট্রায়াল হয়েছে গত ২২ ও ২৩ জুলাই। এই ট্রায়ালের দিন পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল ভারতীয় অলিম্পিক্স সংস্থা। কিন্তু এশিয়ান অলিম্পিক্স সংস্থা সেই আবেদন মানেনি। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং’এর বিরুদ্ধে আন্দোলন করা দুই কুস্তিগির বজরং ও বিনেশ সরাসরি সুযোগ পান। প্রতিবাদ করা বাকি চার কুস্তিগির সাক্ষী মালিক, সত্যব্রত কাদিয়ান, জীতেন্দ্র কিনহা ও সঙ্গীতা ফোগট ট্রায়ালে অংশ নেননি। এই চার কুস্তিগির অবশ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে নামার সুযোগ পাবেন। এশিয়াডে না গেলেও সাক্ষী ও সঙ্গীতা অংশ নেবেন ট্রায়ালে।