নিউজ ডেস্ক: ইস্টবেঙ্গল ক্লাবের ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হচ্ছে রতন টাটাকে। ভারতীয় ফুটবলে তাঁর অবদানের কথা স্বীকার করেই লাল-হলুদ ক্লাব সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় এই শিল্পপতিকে সম্মান প্রদান করা হবে।
আগামী ১ লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। প্রতিবছর রীতিমেনে এই অনুষ্ঠান করা হয়। কিন্তু কেন হঠাৎই রতন টাটা। ফুটবলে তাঁর অবদান আসামান্য। টাটা ফুটবল আকাদেমি তৈরি করেছিলেন। জামশেদপুরের এই আকাদেমি থেকে প্রচুর ফুটবলার খেলেছেন জাতীয় দলে। আজকের ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে সেই আকাদেমির ফসল।
কিন্তু কেন হঠাৎ রতন টাটা? এই প্রশ্নটা উঠে আসছে। সেই প্রশ্নের জবাব পাওয়া যায়নি লাল-হলুদ কর্তাদের কাছ থেকে।
কিন্তু কান পাতলে শোনা যাচ্ছে, ইমামি এ বারই শেষ আইএসএল। পরের বার আর ইমামি থাকছে না ইস্টবেঙ্গলের সঙ্গে। সে জন্য নতুন ইনভেস্টারের চেষ্টা। রতন টাটাকে ‘ভারত গৌরব’ সম্মান দিয়ে রাস্তা পরিষ্কার রাখার চেষ্টা ইস্টবেঙ্গলের। কিন্তু অসুস্থ রতন টাটা কোনওভাবেই আসতে পারবেন না অনুষ্ঠানে। সিঙ্গুরের কারখানা থেকে সরে যাওয়ার ঘোষণার পর আর মহানগরে পা রাখেননি এই শিল্পপতি।
ভারত গৌরব সম্মানের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য ও প্রাক্তন গোলকিপার তরুণ বসু পাচ্ছেন জীবনকৃতির সম্মান।