নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ- ১১৪ (২৩ ওভারে) || ভারত- ১১৮/ ৫ উইকেট (২২.৫ ওভারে)
ভারত জয়ী পাঁচ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একদিনের ম্যাচে হারিয়ে ভারতীয় ক্রিকেট টিম আধিপত্য বজায় রাখল। পাঁচ উইকেটে জিতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রীতিমতো ঝড় তুলে দিলেন দুই বোলার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজা। রেকর্ড গড়লেন দুই বোলার। তাঁরা দু’জন মিলে ৭ উইকেট তুলে নিলেন। এই প্রথম ভারতের কোনও বাঁহাতি স্পিনার জুটি এক দিনের ক্রিকেটে ৭ উইকেট নিল।
বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারত যে অনায়াসে জিতবে সেই আন্দাজ করাই গিয়েছিল। কিন্তু কোনও রকম প্রতিরোধই যে ক্যারিবিয়ান বাহিনী গড়তে পারবে না, সেটা ভাবা যায়নি। বৃহস্পতিবার শুরুতে হার্দিক পান্ডিয়া এবং মুকেশ কুমার একটি করে উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিংয়ে ভাঙন ধরান। শার্দূল ঠাকুর একটি উইকেট নেন। বাকি সাতটি উইকেটই তুলে নিলেন জাডেজা এবং কুলদীপ। জাডেজা নিলেন তিনটি উইকেট এবং কুলদীপ চারটি।
আরও পড়ুন: Bharat Gourab Title: টাটাকে ‘ভারত গৌরব’ ইস্টবেঙ্গলের
কুলদীপ তিন ওভার বল করে চারটি উইকেট নেন। বিশ্বকাপের আগে এই পারফরম্যান্স ভারতের বাঁহাতি স্পিনারকে দলে নিজের জায়গা পাকা করতে সাহায্য করবে। এক সময় কুলদীপ এবং যুজবেন্দ্র চহালের জুটিকে ‘কুল-চা’ বলা হত। এখন জাডেজার সঙ্গে জুটি বেঁধে যে স্পিন আক্রমণ তৈরি করেছেন কুলদীপ, তাতে ‘কুল-জা’ জুটি ভারতীয় দলের শক্তি হয়ে উঠতেই পারে।
বিশ্বকাপে সুযোগ না পাওয়া একটি দলের বিরুদ্ধে যে দাপটের সঙ্গে জেতার কথা ছিল, ভারত প্রায় সেই ভাবেই জিতল। প্রথমে বল করে ওয়েস্ট ইন্দিজ়কে ১১৪ রানে অলআউট করে দেন ভারতীয় বোলারেরা। ৫০ ওভারের ম্যাচে ১১৫ রান ছিল যথেষ্ট সহজ লক্ষ্য। তাই রোহিত শর্মা, বিরাট কোহলিদের শুরুতে নামাতে চায়নি ভারত। তরুণদের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ১১৫ রান তুলতে গিয়েও শেষ পর্যন্ত নামতে হল রোহিতকে। পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ জিতল ভারত।