নিউজ ডেস্ক: শুধুমাত্র দু’ম্যাচ নির্বাসন নয়, হরমনপ্রীত কাউরকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হবে। তাঁর জন্য প্রশ্নমালা সাজানোর কাজ চলছে। খোদ বোর্ড প্রেসিডেন্ট রজার বিন্নি ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ভিভিএস লক্ষণের প্রশ্নের সামনে পড়তে হবে তাঁকে। বাংলাদেশের বিরুদ্ধে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে বিরক্ত হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙা তো বটেই, ম্যাচের পরেও আম্পায়ারের নামে বিষোদ্গার করেন। সেই ঘটনা মোটেই হালকা ভাবে নিচ্ছে না ভারতীয় বোর্ড। হরমনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিসিসিআই সচিব জয় শাহ বৃহস্পতিবার জানিয়েছেন, বোর্ড সভাপতি রজার বিনি এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণের প্রশ্নের মুখে পড়তে হবে হরমনকে। কেন ওই আচরণ করেছেন তা জিজ্ঞাসা করা হবে। ভবিষ্যতে যাতে এমন আচরণ না করেন, সে ব্যাপারেও কড়া সুরে সতর্ক করে দেওয়া হতে পারে। কারণ, হরমনের আচরণের জন্যে সমালোচনার মুখে পড়তে হয়েছে খোদ বোর্ডকে।
আরও পড়ুন: Kolkata Knight Riders: নাইটদের বিশাল টাকা কর ফাঁকি, ডিমান্ড নোটিশ কলকাতা পুরসভার
বাংলাদেশের বিরুদ্ধে গত শনিবারের ম্যাচে আউট হওয়ার পর ব্যাট দিয়ে উইকেট ভেঙে দিয়েছিলেন হরমনপ্রীত। সেটার জন্য তাঁকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় এবং ম্যাচ ফি কেটে নেওয়া হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রকাশ্যে আম্পায়ারদের সমালোচনা করেন হরমনপ্রীত। সেই কারণে তাঁর ম্যাচ ফি-র আরও ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ ম্যাচ ফি-র মোট ৭৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে হরমনপ্রীতের। সেই সঙ্গে দু’টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। এর ফলে একটি টেস্ট অথবা দু’টি এক দিনের ম্যাচ বা টি-টোয়েন্টি থেকে নির্বাসিত হরমনপ্রীত।