নিউজ ডেস্ক: ৩১’এ জুলাই নয়। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরট(ED)এর প্রধান হিসেবে বহাল থাকবেন সঞ্জয়কুমার মিশ্র। কেন্দ্রের আর্জিতে সায় দিয়ে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, এই নিয়ে চারবার ইডি’র ডিরেক্টর পদে মেয়াদ বাড়ল সঞ্জয়ের।
গত ১১ জুলাই এই মামলার শুনানি চলাকালীন বিষয়টিকে বেআইনি বলে আখ্যা দিয়েছিল বিচারপতি বিআর গাবাই, বিক্রম নাথ এবং সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ। আদালতের যুক্তি, ইডি কর্তার মেয়াদ বাড়ানো হলে ‘কমন কজ’ মামলায় আদালতের ২০২১’এর রায়ের নির্দেশকে লঙ্ঘন করা হবে। তবে দেশের স্বার্থে ৩১ জুলাই পর্যন্ত সঞ্জয়ের কাজের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় আদালত। গত ২৬ জুলাই সেই মেয়াদ বাড়ানোর জন্যে কেন্দ্রের হয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। এবার সেই আর্জিতে সায় দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি বিআর গাবাইয়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে, দেশের স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আদালত এও জানিয়েছে, ১৫ সেপ্টেম্বরের পরে কোনও ভাবেই ইডি ডিরেক্টরের মেয়াদ আর বাড়ানো যাবে না।
প্রসঙ্গত, ২০২০ সালের মে মাসে মেয়াদ শেষ হয়ে যায় সঞ্জয়কুমারের। কিন্তু সেই সময় বেশ কিছু আর্থ তছরুপ মামলার দায়িত্বে ছিলেন তিনি। তাই তাঁর মেয়াদ দুই থেকে তিন বছর বৃদ্ধির সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ‘কমন কজ’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা।
এরপর ২০২১ সালের নভেম্বরে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন আইন এবং দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইন সংশোধন করে কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন্দ্রের সংশোধিত সেই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। যদিও ‘দেশের স্বার্থে সঞ্জয়কে প্রয়োজন’ বলে জানান মেহেতা। তাই কেন্দ্রের আর্জিতে সায় দেয় শীর্ষ আদালত।