নিউজ ডেস্ক: বিরাট কোহলি ফিটনেস নিয়ে চর্চা বহুদিনের। বিশ্ব ফুটবলে ক্রিস্তিয়ানো রোনাল্ডোর সিক্স প্যাক নিয়ে আলোচনা বিশ্ব ফুটবলে। এ হবার সেই পথে হাঁটলেন শচীন-পুত্র অর্জুন তেন্ডুলকর।
ভারতের অন্যতম সেরা ব্যাটার শচীন। তাঁর পুত্র ঘরোয়া ক্রিকেটে খেলেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন। জাতীয় দলে যদিও সুযোগ পাননি। কিন্তু ফিটনেস নিয়ে যে তিনি যথেষ্ট সচেতন তা দেখা গেল অর্জুনের একটি পোস্টে। সেখানে দেখা যাচ্ছে জামা খুলে নিজের সিক্স প্যাক দেখাচ্ছেন সচিন-পুত্র। আয়নার উপর তাঁর প্রতিচ্ছবি পড়েছে। সেটার ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করেছেন অর্জুন।
দেওধর ট্রফিতে খেলছেন অর্জুন। দক্ষিণাঞ্চল দলে রয়েছেন তিনি। প্রথম বার দেওধর ট্রফিতে সুযোগ পেয়েছেন অর্জুন পুত্র। সেই ম্যাচ খেলতে গিয়েই হোটেলের ঘরে অর্জুন ছবিটি তুলেছেন বলে মনে করা হচ্ছে।