নিউজ ডেস্ক: শুক্রবার ২৮ জুলাই মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। সাধারণ মানুষ আজ সিনেমাহলগুলিতে দেখতে পাবেন করণ জোহর পরিচালিত এই ছবি। উচ্ছ্বসিত রণবীর-আলিয়ার অনুরাগীরা। তবে কেমন হয়েছে এই ছবি তা নিয়ে কিছুটা সংশয় থেকেই যায়। গাঁটের পয়সা খরচ করে সিনেমা দেখতে যাওয়ার আগে সে পয়সা উসুল হবে কিনা তা চিন্তা করেন অনেকেই। সেক্ষেত্রে বলাই যায় করণ জোহরের টিপিকাল ‘মসালা ছবি’ মিস করে থাকলে আশাহত হবেন না।
বলিউডের মূলধারার ছবিগুলির কয়েকটি উপাদানের মধ্যেই পড়ে চোখধাঁধানো সেট, বিশাল বাড়ি, রঙচঙে জামাকাপড়, নাচগান ও সবশেষে ভরপুর অ্যাকশন। আর চেরি অন টপ বলতে গেলে নায়ক-নায়িকার রোম্যান্স, পাহাড়ের কোলে শিফন শাড়ির আঁচল উড়িয়ে গানের দৃশ্য। বহুদিন পর ফের দর্শক বলিউডে এরকম একটা ছবি পেয়েছে।
সাত বছর পর পরিচালকের আসনে ফিরে করণের জাদুর কাঠি খুব একটা হতাশাজনক হয়নি। বাঙালি পরিবারের মেয়ে রানি আর পাঞ্জাবি পরিবারের ছেলে রকি। শুরুতেই রকির স্টাইলিশ এন্ট্রি দিয়ে শুরু হয় ছবির গল্প। তার পর একে একে ঘটনার মোড় ঘুরতে থাকে। প্রেমে পড়ে রকি আর রানি। তবে বাধ সাধে পরিবার। ঠিক হয় দুজনে তিনমাস করে থাকবে দুজনের বাড়িতে। চেষ্টা করবে বোঝার ও মানিয়ে নেওয়ার। এই সব ফ্যামিলি ড্রামার মধ্যে রয়েছে বেশ কিছু গানও যা এককথায় বেশ ভালো।
অনেকেই বলছ্রেন ছবির শেষদিকটা অহেতুক দীর্ঘায়িত করা হয়েছে। এন্টারটেনিং ছবি হলেও বলিউড যে বলিউডেই রয়েছে তা ফের স্পষ্ট করে এই ছবি। জাতি-সংস্কৃতি নিয়ে স্টিরিয়োটাইপ এখনও বজায় রেখেছে এই ছবি যা অনেকেরই অসন্তোষের কারণ। রণবীর-আলিয়া নিজ নিজ জায়গায় ভালো অভিনয় করেছে। ধর্মেন্দ্র ও শাবানা আজমির রসায়নও চোখে লাগার মতো। বর্ষীয়ান এই জুটির চোখে চোখে প্রেম ও চুমুর দৃশ্য এখন। বক্স অফিসে এই ছবি ক্তটা সাফল্য এনে দেয় তা দেখার অপেক্ষাতেই নেটিজেনরা।