নিউজ ডেস্ক: চার-চারটি মরশুম কলকাতায় কাটানোর পরে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন কার্ল ম্যাকহিউ। আইরিশ ফুটবলার যদিও আইএসএলের আঙিনা ছেড়ে যাচ্ছেন না। নতুন মরশুমে তাঁকে দেখা যেতে চলেছে এফসি গোয়ার জার্সিতে।
ম্যাকহিউ মৌখিক সম্মতির ভিত্তিতে মোহনবাগানের চুক্তি থেকে বেরিয়ে এসেছেন বলে খবর। অন্যদিকে গোয়া এমন একজন বিদেশি ফুটবলারের খোঁজে ছিল, যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়া সত্ত্বেও প্রয়োজনে সেন্ট্রাল ডিফেন্ডারের ভূমিকাও পালন করতে পারবেন। ম্যাকহিউ সেক্ষেত্রে গোয়ার চাহিদার সঙ্গে এক্কেবারে মানানসই। দ্রুতই ম্যাকহিউয়ের সঙ্গে চুক্তি সেরে ফেলার পথে গোয়া। ম্যাকহিউ যোগ দিলে গোয়ার বিদেশি ফুটবলারের কোটা পূর্ণ হবে। তারা ইতিমধ্যেই দলে নিয়েছে ভিক্টর রডরিগেজ, ওদেই, কার্লোস মার্টিনেজ, পাউলো রেত্রের মতো ফুটবলারদের।
আরও পড়ুন: East Bengal vs Eastern Rail: লাল-হলুদের পাঁচ গোল
ম্যাকহিউয়ের প্রসঙ্গে এফসি গোয়ার কর্তুপক্ষ ‘গোয়া একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের খোঁজে ছিল, যে দরকার পড়লে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেও খেলতে পারবে। ম্যাকহিউ সেই চাহিদা পূরণ করতে পারবে। ম্যাকহিউ চার বছর ভারতে রয়েছে। ওর বয়স সবে ৩০। এখনও ওর মধ্যে এখনও পর্যাপ্ত ফুটবল বাকি রয়েছে।’