নিউজ ডেস্ক: ফের ম্যাচ গড়াপেটার গন্ধ ভারতের ক্রীড়াক্ষেত্রে। আর এবার কেন্দ্রস্থল কলকাতা লিগ। বর্তমানে আয়োজিত হচ্ছে কলকাতা লিগ। জেলার বিভিন্ন মাঠে আয়োজিত হচ্ছে শতাব্দী প্রাচীন এই লিগ। এখানেই গড়াপেটার অভিযোগ তোলা হল। এই গড়াপেটার তদন্ত করতে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছে কলকাতা লিগের উদ্যোক্তা আইএফএ। সূত্রের খবর, আইএফএ সচিব অনির্বাণ দত্ত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি দিয়েছেন তদন্ত করার ব্যাপারে।
জানা গিয়েছে, একটি ম্যাচকে নিয়ে গড়াপেটার ঘটনা সামনে এসেছে। ১৮ জুলাই আয়োজিত হয়েছিল পিয়ারলেস ও টালিগঞ্জ অগ্রগামীর ম্যাচ। চূঁচুড়ায় আয়োজিত হয়েছিল সেটি। সেই ম্য়াচে গড়াপেটার অভিযোগ উঠেছে। এই ম্য়াচে তদন্ত চেয়েছে আয়োজক আইএফএ।
আরও পড়ুন: East Bengal vs Eastern Rail: লাল-হলুদের পাঁচ গোল
ম্যাচে একমাত্র গোলে জিতে যায় পিয়ারলেস। ৮৭ মিনিটে গোল হয়। সেটাতেই গড়াপেটা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ভারতীয় ফুটবলের গড়াপেটা দেখতে একটিTags: NULL