নিউজ ডেস্ক: ৫৫ দিন ধরে নেই হরিণঘাটার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য। যার জেরে আটকে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কর্মীদের বেতন। প্রকাশিতও হয়নি প্রথম সেমিস্টারের পরীক্ষার ফল। শুরু করা যায়নি নতুন বর্ষে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের পঠনপাঠন। সম্পূর্ণ অচলাবস্থা নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে।
শুক্রবার ছাত্রছাত্রীদের দ্বিতীয় দিনের বিক্ষোভ আরও জোরালো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল দ্বারে লোহার শেকল দিয়ে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারী পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা গেট আটকে বিক্ষোভ দেখায় বিশ্ববিদ্যালয়ের মূল তারের সামনে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ঢুকতে দিতে বাধা। কার্যত স্তব্ধ হয়ে গেল হরিণঘাটার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: Recruitment Scam: নিয়োগ দুর্নীতির জের! বিএড ও ডিএলএড সার্টিফিকেট স্ক্রুটিনি করার নির্দেশ
সোমবার থেকে উপাচার্য না থাকায় দু’মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক ও অশিক্ষক কর্মীরা রেজিস্ট্রারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। আর বৃহস্পতিবার সকাল থেকে ছাত্রছাত্রীরা উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের অভিযোগ উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পঠনপাঠনের সমস্যার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মান নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এধরণের প্রশাসনিক সিদ্ধান্তে দেরী হওয়ায় ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে বলে ধারণা শিক্ষকমহলে। রাজ্য ও রাজ্যপালের দ্বন্দ্বের জেরে রাজ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সমস্যা দেখা দেয়। এমনকি রাজ্য সরকারের বিরুদ্ধে উপাচার্য নিয়োগের পর তাদের বেতন বন্ধের মত কঠোর ও অমানবিক সিদ্ধনাত নিতে দেখা যায়। প্রশাসনের এই দড়ি টানাটানির মাঝে ছাত্রদের ভবিষ্যৎ কতদিন পিষবে তা জানতে চাইছে পড়ুয়ারা।