নিউজ ডেস্ক: পাঞ্জাব সীমান্ত দিয়ে ড্রোনের মাধ্যমে ভারতে মাদক পাচার করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল পাকিস্তানের চোরাচালানকারীদের বিরুদ্ধে। আর অভিযোগ উঠল খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকেই। অর্থাৎ ভারতে মাদক পাচারের কথা কার্যত স্বীকার করে নিল পাকিস্তান সরকার। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তান সীমান্তে চোরাগোপ্তা চালানের উঠছিল অভিযোগ।
সূত্রের খবর, এই অভিযোগ একটি পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিশেষ সুরক্ষা-সহায়ক মালিক মুহম্মদ আহমেদ খান। পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাব সীমান্তের লাগোয়া শহর কসুরের বরিষ্ঠ সাংবাদিক হামিদ মীরকে দেওয়া সাক্ষাৎকারে মালিক মহম্মদ বলেন,’ এই চোরাচালান খুব ভয়াবহ। সম্প্রতি এরকম দুটি ঘটনা আমার নজরে এসেছে, যেখানে প্রত্যেকটি ড্রোনে ১০ কিলো করে হেরোইন বেঁধে উড়িয়ে দেওয়া হয়েছে ভারত সীমান্তে। এই ঘটনা বন্ধ করার চেষ্টা করছে এজেন্সি।’
সাক্ষাৎকারটির ভিডিও শেয়ার করে হামিদ মীর লেখেন,’ প্রধানমন্ত্রীর পরামর্শদাতা মুহম্মদ আহমেদ খানের বড় পর্দাফাঁস। হেরোইন পাচার করার জন্য পাচারকারীরা কসুর সীমান্তের বন্যা কবলিত এলাকায় ড্রোনের ব্যবহার করছে।’ বন্যা কবলিত এলাকার জন্য পাকিস্তান সরকারের কাছে বিশেষ প্যাকেজ ঘোষণার দাবি করার পাশাপাশি তাঁর আশঙ্কা বন্যায়-ক্ষতিগ্রস্ত লোকজন রুজির টানে ভিড়ে যেতে পারে পাচারকারীদের সঙ্গে।