নিউজ ডেস্ক: দক্ষিণী তারকারা ধিরে ধিরে মন জয়ে নিচ্ছে আপামর ভারতবাসীর। শুধু সিনেমার গল্পই নয়, অভিনয়ের জেরেও দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে উঠে আসছে একের পর এক হিট। ভাষাগত বেড়া থাকলেও গানের সুরে মজেছে নেটদুনিয়া। তেমনই একটি গান ‘কাভালা’। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি জেলার এ এই গানে পা মিলিয়েছেন তমন্না ভাটিয়া। যা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল।
এই গানের হুকস্টেপে মজেছে সকলেই। আর এই বার এই গানের হিন্দি ভার্সন প্রকাশ পেল। গানের নাম ‘তু আ দিলবরা’। এতদিন গানের ভাষা না বুঝেই কোমর দুলিয়েছেন নেটিজেনরা। নতুন ভার্সন প্রকাশ পেতেই ভাইরাল ‘তু আ দিলবরা’। মুখে মুখে ফিরছে গানের লাইন।
কাভালা গানের হিন্দি ভার্সনটি গেয়েছেন সিন্ধুজা শ্রীনিবাসন। ছবিটি পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার। ছবির সুরকারের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। এছাড়াও অভিনয়ে রয়েছেন রজনীকান্ত, জ্যাকি শ্রফ, তমন্না ভাটিয়া, শিবা রাজকুমার, রাম্য কৃষ্ণন, মিরনা মেনন, যোগীবাবু ও বিনায়কন। ২০০ কোটি টাকা বাজেটের কমেডি ঘরানার এই ছবি মুক্তি পেতে চলেছে ১০ আগস্ট।