নিউজ ডেস্ক: ধর্মীয় আস্থার বাইরে গিয়ে বৈবাহিক সম্পর্কে যুবক-যুবতিদের না জড়ানোর পরামর্শ দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আসামের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে সতর্কের সুরে তিনি বলেন,’লক্ষণ রেখা অতিক্রম করো না। কারণ লাভ আর জিহাদ একসঙ্গে যায় না।’ তিনি বলেন, ভিন্ন দুই ধর্মের সম্পর্কের বিয়ের মধ্যে যখন কেউ একজন অপরকে তার ধর্ম গ্রহণ করতে চাপ দেয়, তখনই শুরু হয় সমস্যা।
উল্লেখ্য, অসমের গোলাঘাটের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ঘটনাটিকে ‘লাভ জেহাদ’ বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। নাজিবুর রহমান বোরা নামের মুসলিম যুবক হিন্দু স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে হত্যা করে নিজের ৯ মাসের ছেলেকে নিয়ে আত্মসমর্পণ করে থানায়। ঘটনাকে ‘লাভ জেহাদের পরিণতি’ বলে আখ্যা দিয়ে হিমন্ত বলেন,’মেয়েটি হিন্দু পরিবারের। আর অভিযুক্ত মুসলমান। সে নিজের পরিচয় গোপন করে মেয়েটির সঙ্গে সম্পর্ক তৈরি করে। আর ছেলেটি মাদকাসক্তও। সেই সঙ্গে সে মাদক নিতে বাধ্য করেছিল স্ত্রীকেও।’ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তও করা হচ্ছে বলে আশ্বাস দেন তিনি।
ঘটনা প্রসঙ্গে বলতে গিয়েই যুবক-যুবতিদের নিজের আস্থার বাইরে গিয়ে সম্পর্কে জরাতে নিষেধ করে প্রকারান্তরে লাভ জিহাদের বিরোধিতা করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন,’ মুসলিম যুবক-যুবতিরা নিজের ধর্মের মধ্যেই বৈবাহিক সম্পর্কে থাকলে, অন্যদিকে হিন্দু ছেলে-মেয়েরাও নিজের ধর্মে সম্পর্ক গড়ে তুললে বজায় থাকবে দেশের আভ্যন্তরীণ শান্তি।’