নিউজ ডেস্ক: সংসদে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আনা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেবেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের পাশে থেকে এমনটাই জানিয়েছে ওয়াইএসআর কংগ্রেস(YSRCP)।
দলের সংসদীয় নেতা বিজয়াসাই রেড্ডি বলেন, “অনাস্থা প্রস্তাব এনে কি হবে? একদিকে মণিপুরের এই ভয়ঙ্কর পরিস্থিতি, অন্যদিকে শত্রু দুই দেশ। এমন অবস্থায় এই সিদ্ধান্তে সরকার আরও দুর্বল হয়ে পড়বে। এই মুহূর্তে দেশের স্বার্থে আমাদের একযোগে কাজ করার প্রয়োজন। আর তাই কেন্দ্রের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে ওয়াইএসআরসিপি।” পাশাপাশি, আগামী সপ্তাহে সংসদের উচ্চকক্ষে দিল্লির অর্ডিন্যান্স বিল নিয়ে কেন্দ্রের পাশে থাকারও বার্তা দিয়েছেন বিজয়াসাই।
আরও পড়ুন: No-Trust Motion: বিরোধীদের কটাক্ষে মোদীর হাতিয়ার ‘অনাস্থা প্রস্তাব’
উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডির নেতৃত্বাধীন এই দলের লোকসভায় ২২ জন এবং রাজ্যসভায় ৯ জন সদস্য রয়েছে। সুতরাং, ওয়াইএসআরসিপি’এর সমর্থন পেলে উচ্চকক্ষে অর্ডিন্যান্স বিলটি পাশ করাতে খুব একটা বেগ পেতে হবে না বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে।
ঘটনাচক্রে জগন্মোহনকে হারাতে অন্ধ্রপ্রদেশে তেলেগু চিত্রতারকা পবন কল্যাণের দল জনসেনার সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি। এমনকি, তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও কয়েকদফা বৈঠক সেড়ে ফেলেছে দল। অথচ তা সত্ত্বেও সংসদের দুই কক্ষেই এনডিএ জোটের সঙ্গেই থাকবে ওয়াইএসআর কংগ্রেস। ওয়াকিবহল মহলের দাবি, আসলে দিল্লির আমলাদের হাতে রাখার জন্যে এমন সিদ্ধান্ত নিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। যদিও ২৪’এর লোকসভা নির্বাচনে এনডিএ জোটের শরিক হবেন কী না! সেবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি জগন্মোহন।