নিউজ ডেস্ক: ইন্টার মিয়ামির মালিকানার পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে মালিকানা পেতে কি মরিয়া ডেভিড বেকহ্যাম? এই প্রশ্ন আপাতত ফুটবল বিশ্বে। বৃহস্পতিবার আচমকাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবারের বিরুদ্ধে তোপ দাগেন প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেন। লিওনেল মেসিকে মেজর সকার লিগে নিয়ে আসার বড় ভূমিকায় ছিলেন তিনি। গোটা বিশ্বে সংবাদের শিরোনামে তিনি।
সেই বেকহ্যাম তোপ দেগেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বর্তমান মালিক ম্যালকম গ্লেজার পরিবারের বিরুদ্ধে। সেখানে তিনি বলেছেন, ‘এখনই গ্লেজার পরিবারের বিদায় নেওয়ার সময় এসেছে। অতীতের তুলনায় ওল্ড ট্র্যাফোর্ড অনেক পিছিয়ে গিয়েছে। নতুন ইনভেস্টার দরকার। আলোচনায় বসে গ্লেজার পরিবার সরে গেলে ক্লাবের মঙ্গল।’
আরও পড়ুন: Women’s World Cup: বিশ্বজয়ীদের হার, জয় নাইজেরিয়ার
টানা ১১ বছর লাল ম্যাঞ্চেস্টারে খেলেছেন তিনি। ফলে ক্লাবের বর্তমান হালচাল সম্পর্কে তিনি জানেন সবকিছুই। প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেনের কথায়, ‘ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবের দিকে তাকিয়ে দেখুন। কী সুন্দর পরিকাঠামো তৈরি হয়েছে। সে রকম চোখ ধাঁধানো সাফল্য। আর আমাদের ক্লাবে সেই মান্ধাতার আমলে প়ড়ে রয়েছে। গ্লেজার পরিবার যদি ক্লাব চালানোর ক্ষমতা না থাকে, তাহলে মালিকানা ধরে রেখে কোনও লাভ নেই। চোখের সামনে তিল তিল করে ক্লাব শেষ হয়ে দিতে পারি না।’ সঙ্গে সংযোজন, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে এই পরিবার কম উপার্জন করে নি। বহু অর্থ নিয়েছে। যা দিয়েছে, পেয়েছে তার থেকে বেশি। কিন্তু তারমানে এই নয় ক্লাবের মালিকানা চিরদিনের জন্য।’
গ্লেজার পরিবারের উপর বীতশ্রদ্ধ ক্লাবের সদস্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাবের অবস্থা ভালো নয়। দশ বছর ধরে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ট্রফি ঢোকেনি। চ্যাম্পিয়ন্স লিগেও কোনও সাফল্য নেই। টিমের মান খুব ভালো হচ্ছে না। গত মরসুমে ক্রিস্তিয়ানো রোনাল্ডো ফিরে এসেছিলেন পুরোনো ক্লাবে। কিন্তু তাঁকে রাখা যায়নি। এ সব নিয়ে গ্লেজার পরিবারের উপরে ক্ষুব্ধ ক্লাব কর্তারা। বেকহ্যাম এ সব বলার পরেই বির্তকের শুরু। তাহলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকানা নিয়ে তৎপর বেকহ্যাম। যদিও তিনি বলেছেন, ‘ক্লাবের এক শুভাকাঙ্খী হিসেবে তিনি বলেছেন এ সব কথা।’