নিউজ ডেস্ক: কখনো নায়িকার অন্তরঙ্গ মূহুর্তের ছবি ফাঁস বা পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, সবমিলিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন সানি দেওল ও অমিশা প্যাটেলের ছবি ‘গদর ২’। দুই দশক আগে, ২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর: এক প্রেম কথা’, সেই ছবিরই সিক্যুয়েল এই ছবি। সেই সময় যথেষ্ট হিট হয়েছিল ‘গদর’। দেশভাগের প্রেক্ষাপটে রচিত একটি প্রেম কাহিনির গল্প বলে ছবিটি। দীর্ঘ ২২ বছর পর সেই ছবির পরের অংশ আসতে চলেছে। কার্গিল বিজয় দিবসের দিনই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার।
ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে গিয়েই বেফাঁস মন্তব্য করে বসেন সাংসদ-অভিনেতা সানি দেওল। ‘রাজনীতির কারণেই ভারত পাকিস্থানের মধ্যে ঘৃণার সম্পর্ক তৈরি হয়েছে’, তাঁর এই মন্তব্যের জেরে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। কেউ কেউ বিরক্ত আবার কেউ বলেন ছবির প্রচারের জন্যই এই মন্তব্য, বলে কটাক্ষ করেন। আবার অনেকে এই ছবি বয়কটেরও ডাক দিয়েছেন।
২২ বছর পর পর্দায় ফিরছে ‘গদর: এক প্রেম কথা’র পরের অংশ। থাকছে সানি-আমিশা জুটি। সত্তরের দশকের সময়কালীন প্রেক্ষাপটে ছবির গল্প। ‘গদর’ ছবিতে তাঁদের ছেলের ভূমিকায় অভিনয় করে প্রসংশা কুড়িয়েছিলেন উৎকর্ষ শর্মা। এই ছবিতেও তাঁকে ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এই ছবিতে তারা সিংয়ের ছেলেকে আটকে রেখেছে পাক সেনা আর তাঁকে ছাড়াতেই পাকিস্থান যাবেন সানি। আগের ছবির মতোই পরতে পরতে রয়েছে অ্যাকশন, থাকবে দেশপ্রেমের বার্তাও। তবে দর্শকদের মন জয় করতে পারবে কিনা তা বোঝা যাবে ১১ আগস্ট।