নিউজ ডেস্ক: তীব্র তাপমাত্রা ও তাপপ্রবাহের জেরে বিধ্বস্ত গোটা বিশ্ব। প্রতি বছর বাড়ছে লু-এর তাপমাত্রাও। এর মধ্যে বিজ্ঞানীদের দাবি, চলতি বছর বিশ্বে সবচেয়ে উষ্ণতম মাস হতে চলেছে জুলাই। দ্য ইউরোপিয়ান ইউনিয়ন কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস ও দ্য ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের একটি রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য।
এই দুই সংস্থার তরফে বৃহস্পতিবার যুগ্মভাবে প্রকাশ পেয়েছে রিপোর্টটি। তাতে বলা হয়েছে যে, চলতি জুলাই মাসের প্রথম ২৩ দিন এই বছর সারা বিশ্বে সবচেয়ে উষ্ণতম ছিল। এই দিনগুলিতে পৃথিবীর গড় তাপমাত্রা রেকর্ড করা হলে তা দাঁড়ায় ১৬.৯৫ ডিগ্রী সেলসিয়াস, যা এই মাসে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০১৯ সালের জুলাই মাস ছিল পৃথিবীতে সবচেয়ে উষ্ণতম মাস, গড় তাপমাত্রা ছিল ১৬.৬৩ডিগ্রী সেলসিয়াস।
১৯৪০ সাল থেকে রেকর্ড করা পৃথিবীর গড় তাপমাত্রার ডেটার উপর ভিত্তি করে বর্তমানে উষ্ণতম দিনের হিসেব করা হয়। যদিও এর মধ্যে আরো অন্যান্য ফ্যাক্টর রয়েছে। সেই সব পর্যালোচনা করে বিজ্ঞানীরা বলেন যে চলতি জুলাই মাসের এই তাপমাত্রা গত ১ লক্ষ ২০ হাজার বছরের মধ্যে সর্বাধিক। পরবর্তী দিনে এই তাপমাত্রা আরো বাড়বে বলেই ধারণা বিজ্ঞানীদের যা চিন্তার ভাঁজ ফেলেছে আবহাওয়া বিজ্ঞানীদের কপালে।