নিউজ ডেস্ক: ১৫২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের অধীনস্থ সংস্থা ওয়েবেলে এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। রিকস্ট ফর প্রপোজাল বাতিল করে নতুন ধারা ঢুকিয়ে টেন্ডার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তার।
শুক্রবার তিনি বোমা ফাটাবেন আগেই জানিয়েছিলেন। বেশ বড় সড় বোমা ফাটালেন শুভেন্দু। যে আইপ্যাককে দিয়ে দল চালানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে তাদের যেন উপরি বকশিস দেওয়া হচ্ছে! অভিযোগ দিল্লির একটি কোম্পানির যোগ্যতা থাকা সত্বেও সেই কোম্পানিকে বাতিল করে আইপ্যাকের সঙ্গে যুক্ত এম এস ভিসন সিকিউরিটি প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাকে টেন্ডারের ধারা পরিবর্তন করে চুক্তি পাইয়ে দেওয়া হয়েছে। টেন্ডারের ধারা বদল এবং পছন্দের সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য ওয়েবেলের আধিকারিকদের ওপর চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন এদিন সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু কাগজ দেখিয়ে বলেন, “ দিল্লির একটি সংস্থাকে প্রথমে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। টেন্ডারের প্রথম ধাপে দিল্লীর একটি সংস্থাকে বেঁছে নেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের উঁচুতলার সেই কাজ পছন্দ হয়নি। পরে ওয়ার্ক অর্ডারে বেশ কিছু ধারার পরিবর্তন করা হয়। তার মধ্যে অন্যতম শেষ পাঁচ বছরে ২০০ আসন বিশিষ্ট কল সেন্টার থাকতে হবে। বিরোধী দলনেতার অভিযোগ আইপ্যাক নামক সংস্থার সঙ্গে যুক্ত সংস্থাকে বাড়তি সুযোগ পাইয়ে দেওয়ার জন্য টেন্ডারে এই ধারা যোগ করা হয়। মোট ১৫২ কোটি ৪৭ লক্ষ ৩৬ হাজার ৮৮১ টাকার এই কাজে টেন্ডারের ক্ষেত্রে নিয়ম বহির্ভূত কাজ হয়েছে। নিয়ম বদলে আধিকারিকদের ওপর চাপ দিয়ে পছন্দের সংস্থাকে জনগনের ট্যাক্সের ১৫২ কোটির বকশিস পাইয়ে দেওয়া হয়েছে অভিযোগ শুভেন্দুর।