নিউজ ডেস্ক: সচিবালয় থেকে বিবৃতিতে ইতিমধ্যে মণিপুরের ঘটনাকে নৃশংস, নারকীয়, বর্বর এমন সব শব্দে অভিহিত করে সেই রাজ্য আর কেন্দ্র সরকারের আরও উদ্যোগী হওয়ার কথা উল্লেখ করে সেখানকার সরকারের কাছে মণিপুরে শান্তি প্রতিষ্ঠার দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হিংসার ঘটনায় মহিলাদের উপর সব থেকে আক্রমণ হচ্ছে। তাদের নিশানা করা হচ্ছে। গোটা রাজ্য জ্বলছে। লুঠপাট, অরাজকতা চলছে রাজ্যে। মানুষের ন্যূনতম স্বাধীনতা খর্ব হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত। সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে। হিংসাশ্রয়ী এই সংঘর্ষের ছবি শুধু মণিপুর রাজ্যের না, গোটা দেশের ইমেজকে কালিমালিপ্ত করেছে বলে অভিযোগ।
শাসক দলের ৫ প্রতিনিধি ইতিমধ্যে সেখানে ঘুরে এসে রিপোর্ট দিয়েছে মুখ্যমন্ত্রীকে। এই অমানবিক পরিস্থিতির তীব্র নিন্দা করে রাজ্য বিধানসভা দাবি করেছে কেন্দ্র অবিলম্বে মণিপুরকে শান্ত করুক। এই বিধানসভার আবেদন, মণিপুরের মানুষ সর্বস্তরে শান্তি আর বিশ্বাস বজায় রাখুক। বুধবার বিএ কমিটিতে এই নিন্দা প্রস্তাব পেশ করেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, তাপস রায়, বিরবাহা হাঁসদা, জুন মালিয়া, কল্লোল খাঁ, অশোক দেবরা। সোমবার নিন্দা প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। তবে রাজনীতির ঘোলা জলে মাছ ধরার জন্য অন্য রাজ্যের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে আখেরে কতটা লাভ পাওয়া যাবে প্রশ্ন বিজেপির।