নিউজ ডেস্ক: ফের শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। ডিএলএড চাকরি-প্রার্থী পড়ুয়াদের করা মামলার কারণে আপাতত প্রায় ১২০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হলো পর্ষদকে। আজ সুপ্রিম কোর্টে এই রায় দিলেন জাস্টিস হিমা কোহলি এবং জাস্টিস রাজেশ বিন্দলের বেঞ্চ। এই রায়ের ফলে আরও অপেক্ষা করতে হবে যোগ্য চাকরিপ্রার্থীদের।
উল্লেখ্য, গত বছর, ডিএলএড পড়ুয়া চাকরিপ্রার্থীদেরকেও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দিতে হবে বলে রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অভিজিত গঙ্গোপাধ্যায়। এরপর ডিএলএড পরীক্ষায় দেরি হওয়ার কারণে নিয়োগে অংশ নিতে পারছেন না বলে অভিযোগ করেছিলেন কিছু প্রার্থী। এরপর ডিএলএড শেষ বছরের পরিক্ষার্থীদেরকেও নিয়োগে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন জাস্টিস গঙ্গোপাধ্যায়।
এরপর হাইকোর্টের বিচারপতি জাস্টিস সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, নিয়োগের তারিখ ঘোষণার দিন পর্যন্ত যাঁরা ডিএলএড পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই শুধুমাত্র নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এরপর ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের একাংশ। সেই মামলার শুনানিতেই আপাতত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কোর্ট। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে এই রায়।