নিউজ ডেস্ক: বিশ্বকাপের টিকিট নিয়ে চাপ বাড়ল দর্শকদের। যাঁরা ভেবেছিলেন, ইন্টারনেটে টিকিট কিনে সরাসরি মাঠে চলে যাবেন, সেটি তাঁরা করতে পারবেন না। কারণ, আগামী এক দিনের বিশ্বকাপে কোনও ই-টিকিট থাকছে না। দর্শকদের মাঠে ঢুকতে হবে ছাপা টিকিট দেখিয়ে। যাঁরা ইন্টারনেটে টিকিট কাটবেন, তাঁদের ছাপা টিকিট সংগ্রহ করেই ঢুকতে হবে মাঠে। বিশ্বকাপ ফুটবল সহ সমস্ত রকম গেমসের নিয়মে কেউই ই-টিকিট নিয়ে ঢুকতে পারে না। নির্দিষ্ট কেন্দ্র থেকে সেই ই-টিকিটের বিনিময়ে আসল টিকিট দেওয়া হবে। যে দেখিয়ে মাঠে ঢুকতে হবে আপনাকে।
প্রতিটি কেন্দ্রে অন্তত সাত-আটটি কাউন্টার থাকবে। সেখান থেকে ছাপা টিকিট পাওয়া যাবে। খেলা শুরু হওয়ার আগে হাতে যথেষ্ট সময় রেখে এই টিকিট দেওয়া হবে। শুক্রবার এ খবর জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।
আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতের ১০টি শহরে বসবে এক দিনের বিশ্বকাপের আসর। প্রতিযোগিতার সূচিতে কিছু রদবদল হতে পারে। সেই সংক্রান্ত আলোচনার জন্য বৃহস্পতিবার দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। জয় জানিয়েছেন, বিশ্বকাপের কোনও ই-টিকিট থাকবে না। এক মাত্র ছাপা টিকিট নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। টিকিটের ব্যাপারে আইসিসি এবং বিসিসিআই কিছু দিনের মধ্যে যৌথ সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানাবে।
বিশ্বকাপে কেন থাকবে না ই-টিকিট। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও দ্বিপাক্ষিক সিরিজ়ে প্রথম পরীক্ষামূলক ভাবে ই-টিকিটের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। অভিজ্ঞতা না থাকায় বিশ্বকাপের মতো বড় আসরে প্রথম বার ই-টিকিট শুরুর করার ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।