নিউজ ডেস্ক: রাশিয়া- ইউক্রেন যুদ্ধের প্রতিফলন খেলার মাঠেও। বিশ্ব ফেন্সিং চ্যাম্পিয়নশিপে রাশিয়া ও ইউক্রেনের ফেন্সার একে-অপরের বিরুদ্ধে লড়ছেন। জিতেছেন ইউক্রেনের ফেন্সার। কিন্তু ম্যাচের পরে প্রথামাফিক হাত মেলাননি রাশিয়ার ফেন্সার সঙ্গে। রাশিয়ার ফেন্সার অবশ্য হাত বাড়িয়েছিলেন। কিন্তু তখন সরে যান ইউক্রেনের ফেন্সার।
বিতর্কে জড়িয়ে ইউক্রেনের ফেন্সার ওলগা খারলানকে বিশ্ব মিট থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু তাতে কিছু এসে যায়নি সেই ফেন্সারের। সাফ জানিয়ে দিয়েছেন, ‘রাশিয়ানদের সঙ্গে খেলতে আপত্তি নেই। কিন্তু হাত মেলাতে পারব না।’ রাশিয়ার এবং ইউক্রেনের যুদ্ধ এখনও অব্যাহত। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া প্রথমবার ইউক্রেনের উপর হামলা চালিয়েছিল। ওই ঘটনার পর দুই দেশের মধ্যেই যাবতীয় কার্যকলাপ বন্ধ হয়ে গিয়েছিল। তবে ওই ঘটনার পর ইউক্রেনের কোনও ফেন্সার হোমল্যান্ডে রাশিয়া কিংবা বেলারুশের বিরুদ্ধে খেলতে নামতে চলেছে। মিলানে আয়োজিত এই ম্যাচের ফলাফল দাঁড়ায় ১৫-৭।
আরও পড়ুন: Arunachal Wushu team: বিমানবন্দরে আটকে দেওয়া হল উশু দলকে, ক্ষোভে প্রত্যাহার
তবে ম্যাচের পর ইউক্রেনের এই ৩২ বছর বয়সি ফেন্সার স্মারনোভার সঙ্গে হ্যান্ডশেক করতে চাননি। এই ঘটনায় স্মারনোভা বেজায় রেগে যান। তিনি ৪৫ মিনিট ধরে এই ঘটনার প্রতিবাদও করেন। কিন্তু, ততক্ষণে খারলান শেষ ৩২-য়ে নিজের নাম লিখিয়ে ফেলার কারণে সেই প্রতিবাদ কিছুতেই দানা বাঁধতে পারছিল না। খানিকক্ষণ পর তিনি ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে কথা বলে পরের বাউটের জন্য প্রস্তুতি শুরু করে দেন। ইতিমধ্যে আচমকাই সিদ্ধান্তে আসে নয়া মোড়। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ৪ বারের অলিম্পিক টুর্নামেন্টে সোনাজয়ী প্রতিযোগী খারলানকে এই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। ম্যাচের শেষে খারলান বললেন, ‘আমি গোটা বিশ্বকে একটাই বার্তা দিতে চাই। আমরা অর্থাৎ ইউক্রেনের অ্যাথলিটরা রাশিয়ার বিরুদ্ধে যে কোনও খেলাতেই অংশগ্রহণ করতে পারি। কিন্তু, কখনই ওদের সঙ্গে হ্যান্ডশেক করতে পারব না।’
যদিও এই প্রতিযোগিতায় স্মারনোভা রাশিয়ার হয়ে অংশগ্রহণ করেননি। তিনি নিরপেক্ষ প্রতিযোগী হিসেবেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই ম্যাচে তাঁর প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দিলেন না। অন্যদিকে এই পরাজয়ের পর স্মারনোভা রীতিমতো হতাশ হয়ে পড়েন। ম্যাচের শেষে ১০ মিনিট পর্যন্ত তিনি নিজের চেয়ারেই চুপ করে বসে থাকেন। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের টেনিস দল একবার রাশিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল। কিন্তু, ব্যক্তিগত ইভেন্টে কোনও ম্যাচের আয়োজন করা হয়নি।