নিউজ ডেস্ক: উদ্বোধনের পর থেকেই আক্রমণের মুখে পড়ছে বন্দে ভারত। ভারতের সবচেয়ে গতিশীল এই ট্রেন ছুটে চলেছে ভারত জুড়ে আর তাকে তাড়া করে বেড়াচ্ছে ‘ক্ষতি’! শুধুমাত্র গতিশীলই নয়, বিলাসবহুলও এই ট্রেন; রয়েছে নানান সুবিধা ও পরিষেবা। তবে এই ক্ষতির হাত থেকে রক্ষা করা যাচ্ছে না সেমিহাইস্পিডের এই ট্রেনটিকে। যখনতখন পাথরের আঘাতে ক্ষতি হচ্ছে এই ট্রেনটির।
বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা সামনে এসেছে দেশ জুড়ে। সেই ঘটনার জেরে ভারতীয় রেল বিশাল অংকের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। গত বুধবার সেই ক্ষতির খতিয়ান সংসদে পেশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বন্দে ভারতের উপর পাথর হামলাতেই ক্ষতি হয়েছে ৫৫.৬০ লক্ষ টাকা।
লোকসভায় এই তথ্য পেশ করার পরেই প্রশ্ন উঠে এসেছে পাথর ছোড়ার ঘটনার উপর লাগাম লাগানো যাবে কীভাবে? উত্তরে রেলমন্ত্রী জানান, যাত্রী সুরক্ষা ও রেলের যাবতীয় সম্পত্তি রক্ষার জন্য রেলের প্রশাসন, রক্ষী বাহিনী, জিআরপি, জেলা পুলিশ মিলে ‘অপারেশন সাথী’ তৈরি করেছে, যা রেলের বিভিন্ন অপরাধের উপর নজর রাখবে। এর সঙ্গে সাধারণ জনগনকে বোঝানোর কর্মসূচীও চালু করেছে রেল। পাথর ছোড়ার ঘটনায় এই অবধি ১৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।