নিউজ ডেস্ক: পুনর্নবীকরণযোগ্য শক্তিতে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে দেশের। এই সমস্ত শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে অন্যতম হল ভারত। শুক্রবার পরিবেশ এবং জলবায়ু সংক্রান্ত জি২০’র বৈঠকে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে, ২০৭০ সালের মধ্যে দূষণমুক্ত দেশ তৈরির কথাও বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “পুনর্নবীকরণ শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে বিশ্বের প্রথম ৫টি দেশের মধ্যে অন্যতম স্থানে রয়েছে ভারত। তবে এর সঙ্গে ২০৭০ সালের মধ্যে দূষণমুক্ত পরিবেশ তৈরির ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ আমরা”। তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সৌর জোট, সিডিআরআই এবং দূষণমুক্ত শিল্পোন্নয়নের ক্ষেত্রে বন্ধু দেশগুলিকেও সাহায্য করছে ভারত”। জীববৈচিত্র্য সংরক্ষণ, সুরক্ষা এবং সমৃদ্ধকরণে ভারত ক্রমশ এগিয়ে রয়েছে বলেও এদিন জানান মোদী। উল্লেখ্য, বিশ্ব উষ্ণায়ন নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে পুনর্নবীকরণ শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে ভারতের অগ্রগতি আন্তর্জাতিক স্তরে যথেষ্ট প্রশংসিত।
তবে শুধু দূষণমুক্ত পরিবেশ নয়। বন্যপ্রাণ সংরক্ষণেও বড় ভূমিকা পালন করেছে ভারত সরকার। আন্তর্জাতিক স্তরে ‘বিগ ক্যাট অ্যালায়েন্স’প্রকল্প শুরু করে এই বিষয়টি আরও স্পষ্ট করেছে মোদী সরকার। এই উদ্যোগের প্রধান লক্ষ্য হল, বিশ্বের সাতটি বিশেষ প্রজাতির বাঘ সংরক্ষণ করা। পাশাপাশি, ‘প্রজেক্ট টাইগার’-এর সফলতা থেকে সকলকে অনুপ্রাণিত করাও এই উদ্যোগের লক্ষ্য।
এদিন মোদী জানিয়েছেন, খুব শীঘ্র ‘প্রজেক্ট লায়ন’ এবং ‘প্রজেক্ট ডলফিন’উদ্যোগ চালু করতে চলেছে দেশ। তাঁর কথায়, “প্রজেক্ট টাইগারের মাধ্যমে বিশ্বের ৭০ শতাংশ বাঘ সংরক্ষণে সক্ষম হয়েছে ভারত। তাই এবার নতুন দুই উদ্যোগের পরিকল্পনা করছে সরকার”।