নিউজ ডেস্ক: ৩৪ বছর বয়সী নাইজেরিয়ান ফুটবলার ইগহালোকে মাতামাতি আরব দুনিয়াতে। আল হিলালের খেলেন তিনি। বলা চলে তাঁর টিমমেট ক্রিস্তিয়ানো রোনাল্ডো। একটি টিভি সাক্ষাৎকারে নিজের প্রসঙ্গে বলতে গিয়ে টেনে আনেন রোনাল্ডোকে।
তিনি বলেন, ‘সারাজীবন আমি প্যাশন দিয়ে খেলেছি। এখন টাকার জন্য খেলি। আমি সেই ধরনের ফুটবলার নই যে বলবে, আমি প্যাশনের জন্য খেলি। দিনের শেষে, অর্থই বলবে শেষ কথা।’ তিনি আরও বলেছেন, ‘খুব বেশি হলে এক বা দু’বছর খেলবা। তারপরে অবসর নিতে হবে। আল হিলালে এসেছি, অর্থের জন্য। এখন আর প্যাশন কাজ করে না। কিন্তু একটা সময়ে প্যাশন দিয়ে ফুটবল খেলেছি। অর্থের দিকে তাকায়নি।’
আরও পড়ুন: World Cup Cricket 2023: বিশ্বকাপে ই-টিকিট নয়, মাঠে ঢুকতে হবে আসল টিকিট দেখিয়ে
এরপরেই ইগহালো প্রশ্ন তুলেছেন রোনাল্ডোকে নিয়ে। তিনি বলেছেন, ‘রোনাল্ডো কি এখনও প্যাশনের জন্যই খেলে চলেছেন? আমার মনে হয় না। সারাজীবনে আমি যা রোজগার করেছি, রোনাল্ডো তার থেকে একশো গুণ বেশি অর্থ উপার্জন করেছে। তবুও সৌদি আরবে খেলতে এসেছে? রোনাল্ডো কি ফুটবলের প্যাশনের জন্য সৌদি আরবে খেলতে এসেছে? অর্থের জন্য এসেছে সৌদি আরবে। ফুটবলজীবনে শেষপ্রান্তে এসে মোটা অর্থ কামানোর জন্য। এখন প্যাশন একেবারে বাজে কথা।কিন্তু রোনাল্ডো আগে প্যাশন দিয়ে ফুটবল খেলেছে। নাহলে কিংবদন্তি ফুটবলার হতে পারতেন না।’ ইগহালো দ্ব্যর্থহীন ভাবে জানিয়ে দিয়েছেন, ‘আর্থিক সুরক্ষাটাই বড় ব্যাপার। সেই কারণেই ফুটবলাররা চলে এসেছেন সৌদি আরবে। রোনাল্ডো অবশ্য এমন সমালোচনার পরেও এখনও মুখ খোলেননি।