নিউজ ডেস্ক: ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে মোটোরোলার নতুন হ্যান্ডসেট মোবাইল। আগামী ১ আগস্ট থেকেই শুরু হচ্ছে এর প্রি-বুকিং। পোশাকি নাম দেওয়া হয়েছে- Moto G14। বছরের শুরুতে কোম্পানির Moto G13 লঞ্চ করেছিল, যার দাম ছিল ৯৯৯৯ টাকা। এরই আপডেটেড ভার্সন হলো Moto G14। এই ভার্সনের দাম এখনও না জানা গেলেও ধারনা করা হচ্ছে ১৫০০ এর আশেপাশে হবে।
নীল এবং ধূসর রঙে মিলবে এই ফোন। সম্ভাব্য ফিচার্সে রয়েছে LED ফ্ল্যাশ সহ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। ৬.৫ ইঞ্চির ফুল HD ডিসপ্লে। থাকতে পারে Octa-Core Unisoc T616 প্রসেসর। ৪GB র্যামসহ থাকছে ১২৮GB মেমোরি। রয়েছে ৩ বছরের সিকিউরিটি আপডেটও। এছাড়া Moto G14-তে অপটিক্সের জন্য ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সামনের দিকে একটি ওয়াটারড্রপ-স্টাইলের খাঁজ থাকবে, যেখানে থাকবে সেলফি ক্যামেরা। ফোনটি ২০W চার্জিং সাপোর্ট সহ ৫০০০mAh ব্যাটারি-চালিত হবে, যা একবার ফুল চার্জে ৩৪ ঘন্টা টকটাইম এবং ১৬ ঘন্টা ভিডিও স্ট্রিমিং প্রদান করতে সক্ষম হবে৷
উল্লেখ্য, স্মার্টফোনটিকে জল থেকে বাঁচাতে একটি IP52 রেটিং, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বায়োমেট্রিক যাচাইয়ের জন্য ফেস রেকগনিশন থাকবে। ডুয়াল 4G সিম কানেকশনের সঙ্গেই আগামী ১ তারিখ দুপুর ১২ টা নাগাদ লঞ্চ হতে চলেছে নতুন মোটোরোলা সেট।