নিউজ ডেস্ক: মোহনবাগান– ৪: সিএফসি– ১ / (সুহেল-২, ইংসন-২) (আকাশ)
ফের জয়ের সরণীতে ফিরল মোহনবাগান। জয়ের হ্যাটট্রিকের পরই ছন্দপতন ঘটেছিল কালীঘাট এমএসের বিরুদ্ধে ড্র করে। সেই ড্র নিয়ে বেশি চিন্তিত ছিল না সবুজ-মেরুন শিবির। শুক্রবার মোহনবাগান ৪-১ গোলে বিধ্বস্ত করল সিএফসি-কে। সুহেল ভাট ও ইংসন সিং জোড়া গোল করেন ম্যাচে।
এবারের কলকাতা লিগে প্রথম থেকেই নজর কেড়েছেন সুহেল ভাট। এদিন তিনিই প্রথমে গোল করে এগিয়ে দেন মোহনবাগানকে। খেলার বয়স তখন ৩১ মিনিট। তাঁর গোলটি দৃষ্টিনন্দন। কিন্তু মোহনবাগান বেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি। দুরন্ত গোলে সিএফসি-র হয়ে সমতা ফেরান আকাশ মণ্ডল।
আরও পড়ুন: Carl McHugh: মোহনবাগান ছেড়ে ম্যাকহিউ, যোগ দিলেন গোয়ায়
বিরতির আগে সুহেল ভাট ফের এগিয়ে দেন মোহনবাগানকে। বিরতির সময় সবুজ-মেরুন শিবির এগিয়েছিল ২-১ গোলে। বিরতির অব্যবহিত পরে ফারদিন আলি মোল্লা সহজ গোলের সুযোগ নষ্ট করেন। তার পরে নাওরেমও সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। গোলগুলো হয়ে গেলে দিনের শেষে স্কোরলাইন আরও হৃষ্টপুষ্ট দেখাতেই বাড়তো। হাফডজন গোলে জিততে পারতো মোহনবাগান সুপার জায়ান্টস।
৬৮ মিনিটে গোলের সংখ্যা বাড়ায় মোহনবাগান। এবার গোল করেন পরিবর্ত হিসেবে নামা ইংসন সিং। ৭৯ মিনিটে ফের গোল পান এংসন সিং। ম্যাচে মোহনবাগান ২৫টা শট নিয়েছিল সিএফসি-র গোল লক্ষ্য করে। ম্যাচের সেরা হন সুহেল ভাট।