নিউজ ডেস্ক:
কলকাতা আছে কলকাতাতেই। তবু ঐতিহ্য হারাচ্ছে এই শহর, হারিয়ে যাচ্ছে পুরনো যা কিছু। দেশে
ঠিক যেভাবে বিপন্ন রয়েল বেঙ্গল টাইগার, সেভাবেই কল্লোলিনী কলকাতায় আজ বিপন্ন যেন হলুদ
ট্যাক্সি। আর তাই বিশ্ব ব্যাঘ্র দিবসের ঠিক আগের দিন শুক্রবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের
সামনে রাস্তায় চলল ডোরাকাটা থিমের হলুদ ট্যাক্সি। একইসঙ্গে বাঘ সংরক্ষণ নিয়েও একটি
আলোচনা সভা আয়োজিত হল ‘টাইগার কনজারভেশন- এ রোড এহেড’ নামে।
কলকাতার রাস্তায়
বিগত ১২ বছর ধরে ট্যাক্সি চালাচ্ছেন দীননাথ সাউ। তার কথায়, বন্যপ্রাণ সংরক্ষণেও দীননাথ
বেশ উৎসাহী। কলকাতার স্যাজিটেরিয়াস ইনকর্পোরেশন নামে একটি সংরক্ষণ-সহায়ক সংস্থাই তার
কাছে প্রথম আবেদন জানায় যাতে তিনি তার নিজের ট্যাক্সিটিকে বাঘের গায়ের মত হলুদ ডোরাকাটা
রঙ করে নেন। শুধুমাত্র সাধারণ মানুষদের মধ্যে বাঘেদের সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতেই
এই উদ্যোগ। এই ট্যাক্সিটি শুক্রবার এবং শনিবার অর্থাৎ ২৮ জুলাই এবং ২৯ জুলাই ভিক্টোরিয়া
মেমোরিয়ালের সামনে প্রদর্শিত হবে। তারপর আবার নিত্যদিনের যাত্রী সহায়তায় নামবে এই হলুদ
ট্যাক্সি।
Tags: NULL