নিউজ ডেস্ক: মণিপুরে দীর্ঘদিন ধরে চলা হিংসায় চিনা-মদতের সম্ভাবনার কথা উস্কে দিলেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। একটি প্রেস কনফারেন্সে মণিপুর নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, মণিপুরের হিংসাত্মক ঘটনায় বিদেশি শক্তির হাত থাকাটা অসম্ভব কিছু নয়। আর সীমান্ত রাজ্যগুলিতে এরকমভাবে দীর্ঘদিন ধরে চলে আসা অশান্তি দেশের নিরাপত্তার জন্য ভালো নয় মোটেও।
নারাভানে বলেন, উত্তর-পূর্ব সীমান্তে সক্রিয় জঙ্গি-গোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরেই চিনের থেকে সাহায্য পেয়ে আসছে। তাঁর আশা প্রশাসনে যাঁরা শান্তি প্রতিষ্ঠার দায়িত্বে রয়েছেন, উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন তাঁরা। মণিপুর হিংসার মূল বিন্দু মাদক পাচার। এই প্রসঙ্গে প্রাক্তন সেনাপ্রধান বলেন,’মাদক পাচার অনেকদিন ধরেই হচ্ছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণও বেড়েছে।’ তবে মায়ানমার সীমান্তে মাদক পাচার নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, মায়ানমারের সীমান্ত এলাকাগুলিতে সামরিক শাসনের ফলে বিশৃঙ্খলা চলে। এই কারণে সীমান্ত এলাকায় অনেক সংবেদনশীল হয়ে কাজ করতে হয় কেন্দ্র ও রাজ্য সরকারকে।
মণিপুর হিংসার পাশাপাশি সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্প নিয়েও মতামত প্রকাশ করেন নারাভানে। তিনি বলেন,’এই প্রকল্পটি যে কতটা সময়োপযোগী আর জাতীয় হিতে গৃহীত, তা সময়ই বলে দেবে। দীর্ঘ সময় ধরে আলোচনা-চর্চার পর চালু হয়েছে এই স্কিমটি। দেশের সেনাবাহিনীতে তরুণ-যুবদের মজবুত শক্তিকে সফলভাবে ব্যবহার করার জন্যই আনা হয়েছে অগ্নিপথ।