নিউজ ডেস্ক: চিনে আয়োজিত আসন্ন এশিয়ান গেমসে খেলতে নামবে ভারতের পুরুষ ফুটবল দল। সম্প্রতি পুরুষ ও মহিলা টিমকে এশিয়াডে নাম পাঠানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। কিন্তু তারপরে দেখা যায় ১৫ জুলাইয়ের মধ্যে পাঠানো নামের তালিকায় নেই সুনীল ছেত্রী, গুরুপ্রীত সিং সাঁন্ধু ও সন্দেশ জিঙ্গানের নাম। এশিয়াডে সাধারণতে অনূর্ধ্ব ২৩ ফুটাবলারদের খেলানোর নিয়ম। সেখানে শুধু থাকতে পারবে তিন সিনিয়র ফুটবলার। কিন্তু ১৫ জুলাইয়ের মধ্যে পাঠানো তালিকায় তিন ফুটবলারের নাম না থাকায় সন্দেহ তীব্র। তাহলে কি এই তিন সিনিয়র ফুটবলার খেলবেন না এশিয়াডে?
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে এই দলে সুনীল, গুরপ্রীত এবং সন্দেশ ২৩ বছরের বেশি বয়সি তিনজন ফুটবলার হবেন। সেইসঙ্গে তিনি একথাও বলেছিলেন যে সুনীল এই দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু নাম না পাঠানোয় আলোচনায় শুরু।
আরও পড়ুন: Mohun Bagan Super Giants: ফের জয়ের সরণীতে মোহনবাগান
শনিবার প্রকাশিত একটি ইংরাজি দৈনিকে সুনীলদের খবর প্রকাশিত হওয়ার পরে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। সেখানে কল্যাণ চৌবে স্বীকার করে নিয়েছেন ১৫ ই জুলাইয়ের ফুটবলারদের পাঠানো নামের তালিকায় নেই সুনীল সহ দুই ফুটবলারদের নাম। তবে তিনি সর্বতোভাবে চেষ্টা করে চলেছেন, এই তিন ফুটবলারকে টিমে নিতে। আয়োজকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। কেন এই কাণ্ড ঘটল? তার অবশ্য জবাব তিনি দেননি। সব মিলিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাণ্ডকারখানা বিস্ময় প্রকাশ করছে ভারতীয় ফুটবল মহল।