নিউজ ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের জন্য শেষ মুহূর্তে পাকিস্তান সরকারের থেকে অনুমতি পেয়েছিল পাকিস্তান ফুটবল দল। ম্যাচের দিন বিকেলে তারা বেঙ্গালুরুতে পৌঁছেছিল। যার ফল পেয়েছে তারা। কিছুটা ব্যতিক্রম ঘটল পাকিস্তান হকি টিমের ক্ষেত্রে। কিছুদিন আগে পাকিস্তান সরকার ছাড়পত্র দিয়েছে ভারতে মাটিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে যোগ দেওয়ার। ৩ আগস্ট থেকে শুরু হবে হকি এশিয়ান চ্য়াম্পিয়নশিপ, এবারের আয়োজক ভারত।
পাক সংবাদমাধ্যমের দাবি, পাকিস্তান স্পোর্টস বোর্ড বৃহষ্পতিবার একটি অনুমতি দিয়েছিল শুধু টুর্নামেন্টে খেলার। টুর্নামেন্টের অনুমতি তারা দিলেও ভারতে আসার জন্য পাকিস্তান হকি দলকে অনুমতি দেয়নি বোর্ড। অবশেষে বৃহষ্পতিবার তারা অনুমতি দেয়। যার ফলে ১ অগাস্ট পাকিস্তান দল চেন্নাইতে আসবে। পাকিস্তান সরকার শেষ পর্যন্ত ছাড়পত্র আটকে রেখেছিল। এতে সূচি তৈরিতে সমস্যা দেখা যায়। তবে পরে তাদের টনক নড়ে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ২৭ জুলাইয়ের মধ্যে পাকিস্তান দলকে ছাড়পত্র না দিলে তারা খেলতে পারবে না। তাই বিপাকে পড়ে মহরমের ছুটি পড়ার একদিন আগে পাকিস্তান সরকার সেদেশের হকি দলকে অনুমতি দেয়।
আরও পড়ুন: David Beckham: ম্যান ইউ’র মালিককে তোপ বেকহ্যামের
এবার পাকিস্তান দলের কোচ হচ্ছেন সেদেশের অলিম্পিয়ান শাহানওয়াজ শেখ। তিনি সম্প্রতি দলের পরামর্শদাতা হিসেবে যোগ দেন এবং কোচ হিসেবেও কাজ শুরু করেছেন। দলের অধিনায়ক হবেন মহম্মদ উমর ভাট। পাকিস্তান হকি দল ৩ অগাস্ট মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। এছাড়াও পাকিস্তানের বিপক্ষে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও চিন। ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ রয়েছে ৮ আগস্ট।