নিউজ ডেস্ক: আইপিএলের পর এখন ক্রিকেট থেকে দূরে আছেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট থেকে দূরে থাকলেও সমর্থকরা তাঁর থেকে দূরে নেই। তিনি কী করছেন আর তিনি কী করছেন না তা নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা চলছে। সম্প্রতি তাঁর জিম থেকে ফেরার ছবি সামনে এসেছে। যেহেতু তিনি সোশাল মিডিয়ায় সক্রিয় থাকেন না তাই তাঁর খবর পাওয়া কঠিন। তবে তিনি ক্রিকেট থেকে দূরে থাকলেও নিজের প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত। সম্প্রতি ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে নতুন সিনেমা মুক্তি পেয়েছে।
ধোনি বর্তমানে তাঁর প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা এলএমজি-এর প্রচারে ব্যস্ত। তিনি ও তাঁর স্ত্রী সাক্ষী সিং ধোনি সিনেমার প্রচার করছেন। চেন্নাইতে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাঁদের। এক অনুষ্ঠানে ধোনির চোট নিয়ে আপডেট দিলেন তাঁর স্ত্রী। সম্প্রতি চেন্নাইয়ের রোহিনি থিয়েটারে স্ক্রিনিং ছিল ধোনির প্রযোজনা সংস্থার সিনেমার। যেখানে উপস্থিত ছিলেন সাক্ষী। স্ক্রিনিংয়ের সময় সাক্ষীকে জিজ্ঞাসা করা হয় ধোনির ব্যাপারে। এক সমর্থকরা সাক্ষীকে জিজ্ঞাসা করেন ধোনি কেমন আছেন? জবাবে সাক্ষী বলেন, ‘ধোনি সুস্থ হচ্ছে। ও রিহ্যাবে আছে।’ সাক্ষীর এই ভিডিয়োটা বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন: Carl McHugh: মোহনবাগান ছেড়ে ম্যাকহিউ, যোগ দিলেন গোয়ায়
আপিএলে এবার চোট পেয়েছিলেন ধোনি। তাঁর হাঁটুতে চোটের জন্য পুরো মরশুমে তিনি ভুগেছিলেন। তিনি চোট পেলেও জানাননি দলের সদস্য ও সতীর্থদের। আইপিএলের পর তিনি হাঁটুতে অস্ত্রোপচার করান। মুম্বইতে হাসপাতালে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। এরপর থেকে তাঁর হাঁটুর চোট সারানোর প্রক্রিয়া চলছে। অর্থাৎ পরের আইপিএলে পুরো ফিট হয়েই নামবেন ধোনি।