নিউজ ডেস্ক: ২৪ এর মহারণে ঝাঁপানোর লক্ষ্যে নিজেদের ঘর গুছিয়ে ফেলল বিজেপি। বিজেপির নবগঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশিত হল। আগামীতে নির্বাচনী কমিটি তৈরি হলেও দলের এই কেন্দ্রীয় কমিটির ওপর ভর করেই অনেকটাই ২৪ এর লোকসভা নির্বাচনের জন্য ঝাঁপাবে বিজেপি।
নতুন কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক (সংগঠনের) দায়িত্ব পেয়েছেন বি এল সন্তোষ। দলীয় ভাবে এই দায়িত্ব বিজেপিতে খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় সভাপতির পর এই পদ দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। সহ সম্পাদক সংগঠন পদে আসীন হলেন শিব প্রকাশ। এছাড়া সচিব পদে এলেন বিজয়া রাহতকর, সত্যা কুমার, অরবিন্দ মেনন, পঙ্কজা মুন্ডে, ডাঃ নরেন্দ্র সিং রৈনা, ডাঃ অল্কা গুর্জর, অনুপম হাজরা, ওমপ্রকাশ ধুর্বে, ঋতুরাজ সিনহা, আশা লকড়া, কামাখ্যা প্রসাদ তাসা, সুরেন্দ্র সিং নাগর, অনিল অ্যান্টনি।
আরও পড়ুন: Cattle Smuggling Case: গরু পাচার মামলা দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু
কোষাধ্যক্ষ হলেন রাজেশ অগ্রওয়াল এবং সহ কোষাধ্যক্ষ নরেশ বন্সল। সহ সভাপতি পদে এলেন ডাঃ রমণ সিংহ, বসুন্ধরা রাজে, রঘুবর দাস, সৌদান সিং, বৈজয়ন্ত পান্ডা সরোজ পান্ডে, রেখা বর্মা, ডি কে অরুনা, এম চুবা আও, আব্দুল্লা কুট্টি, লক্ষীকান্ত বাজপেয়ী, লতা উসেন্ডি, তারিক মন্সুর। জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহ, কৈলাশ বিজয় বর্গীয়, দূষ্যন্ত কুমার, তরুণ চুগ, বিনোদ তাওড়ে। সুনীল বন্সল, সঞ্জয় বন্দী, রাধা মোহন আগ্রওয়াল।
রাজ্যের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে কেন্দ্রীয় পদাধিকারী তালিকা থেকে বাদ পড়লেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । তিনি জাতীয় স্তরে সহ সভাপতি ছিলেন। তালিকায় একমাত্র বাংলার প্রতিনিধি হিসেবে রইলেন অনুপম হাজরা। এপ্রসঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আগামী লোকসভা নির্বাচনে সাংসদ পদে যারা প্রার্থী হতে পারেন তাদের এবার জাতীয় স্তরে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে”।