নিউজ ডেস্ক: প্রথম ঝলক থেকেই বিতর্কের পালক জুড়েছে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কপুর অভিনীত ছবি ‘বাওয়াল’-এর মাথায়। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে দেখানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি মর্মান্তিক চিত্র- হলোকাস্ট। সম্পর্কের টানাপোড়েনকে হলোকাস্টের সঙ্গে তুলনা করাই হয়েছে মস্ত ভুল। আর তাতেই ক্ষিপ্ত ইহুদি মানবাধিকার সংস্থা সাইমন ওয়াইসেনথল সেন্টার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ৬ লক্ষ ইহুদিদের কনসেনট্রেশন গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করা হয়েছিল। ইতিহাসের সেই নির্মম অধ্যায়কেই ছবিতে স্থান দিয়েছেন নীতেশ। কনসেনট্রেশন ক্যাম্পের ভিতরে শুট করা একটি দৃশ্যে জাহ্নবীকে বলতে শোনা গিয়েছে,’আমরা সকলেই কমবেশি হিটলারের মতো। সব সম্পর্ককেই একটা সময় আউশভিৎজের মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়।’ এই সংলাপের জেরেই বেজায় চটেছেন দর্শকদের একাংশ। ইহুদি মানবাধিকার সংস্থা বলেছেন যে এই সংলাপ ওই ৬ লক্ষ ইহুদিদের জীবনের মূল্যকে ছোটো করে দেখিয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম থেকে ছবিটিকে তুলে নেওয়ারও আর্জি জানিয়েছেন তাঁরা।
ইতোমধ্যেই শুক্রবার ইস্রায়েলের অ্যামাসেডর নাওর গিলন ট্যুইট করে বলেন যে, ‘আমি বাওয়াল ছবিটি দেখিনি এবং যা পড়েছি তার জন্য দেখবোও না। হলোকাস্টের ভয়াবহতা না জেনেই একে তুচ্ছ করে দেখিয়েছে যা অত্যন্ত বিরক্তিকর। আমি আর্জি জানাচ্ছি যারা হলোকাস্টের ভয়াবহতার বিষয়ে জানেন না তাঁদের বিষয়টি সম্পর্কে অবগত করুন।’ সম্পর্কের টানাপোড়েনকে হিটলার ও কনসেনট্রেশন ক্যাম্পের সঙ্গে তুলনা করা নিতান্তই নিকৃষ্টমানের তা নিয়ে সমালোচনা করছেন অনেকেই। যদিও ‘বাওয়াল’ ইতোমধ্যেই যথেষ্ট সাফল্য পেয়েছে। অ্যামাজন প্রাইমে ‘টপ ১০ ইন ইন্ডিয়া’ লিস্টের মধ্যে রয়েছে ‘বাওয়াল’।