নিউজ ডেস্ক: এক মাসেরও আগে মুক্তি পেয়েছে অবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী অভিনীত ছবি ফাটাফাটি। বডি ইমেজ ও বডি শেমিং নিয়ে গল্প বলে এই ছবি। শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ছবি। বেশির ভাগ হলেই হাউজ ফুল ছিল ফাটাফাটি এবং এখনও ছুটির দিনগুলিতে হাউজফুল হচ্ছে এই ছবি। তবে এইবার সিনেমা হলের পর ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ফাটাফাটি।
ফাটাফাটি ছবিটির গল্প মূলত ফুল্লরাকে নিয়ে আবর্তিত হয়। মোটাসোটা মানুষ হিসেবে ফুল্লরা নিজেকে নিয়ে সবসময় উৎকন্ঠায় ভোগে। যদিও সে নিজে বেশ ভালো দর্জি ও ফ্যাশন সেন্স রয়েছে তাঁর। তাও শুধু মাত্র নিজের ভারি চেহারার জন্য নানান রকম কথা শুনতে হয় তাঁকে। তবে লোকের কটুক্তি বাদ গিয়ে সে নিজের স্বপ্নের পথে পাড়ি জমায়। তাঁর স্বামী এই কাজে তাঁকে যথেষ্ট সাহায্য করে।
ওটিটিতে মুক্তির প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে আবীর চট্টোপাধ্যায় বলেন, এখনো অনেক দর্শক আছেন যারা ছবিটি দেখতে পারেননি কিন্তু দেখতে চান তাঁদের কথা মাথায় রেখেই ওটিটিতে আসতে চলেছে ফাটাফাটি। বলিউডে কাজের প্রসঙ্গ আসলে তাতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথা উঠে আসে।
এক সময় তিনি বলেছিলেন যে বলিউডে তাঁকে বাঙালি অভিনেত্রী বলা হলে তিনি বিরক্ত হন, কারণ তাঁর মতে শিল্পীর কোনো জাতির পরিচয় হয় না। সেই প্রসঙ্গে আবীর বলেন, তাঁকে বাঙালি অভিনেতা বললে তিনি বরং গর্ববোধ করেন। স্বস্তিকা মুখোপাধ্যায় যেমন ঠিক, তেমনই এটাও ঠিক যে একজন অভিনেতার পরিচয়ে তাঁর ইন্ডাস্ট্রিরও পরিচয়।