নিউজ ডেস্ক: দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি জেলার-এর অডিও লঞ্চের অনুষ্ঠান ছিল শুক্রবার। চেন্নাইয়ের নেহেরু ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি হয়েছিল। আর এই ছবির সবচেয়ে ভাইরাল গান কাভালা-তে পারফর্ম করতে দেখা গেল খোদ অভিনেত্রীকেই। সোশ্যাল মিডিয়ায় গান লঞ্চের অনুষ্ঠানের আগে রিহার্সালের ভিডিয়ো এখন ভাইরাল।
এই গানের হুকস্টেপে মজেছে সকলেই। আর এই বার এই গানের হিন্দি ভার্সন প্রকাশ পেল। গানের নাম ‘তু আ দিলবরা’। এতদিন গানের ভাষা না বুঝেই কোমর দুলিয়েছেন নেটিজেনরা। নতুন ভার্সন প্রকাশ পেতেই ভাইরাল ‘তু আ দিলবরা’। মুখে মুখে ফিরছে গানের লাইন। যা এর মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
লাইভ এই অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন বহু অনুরাগীরা। বহুবছর পর রজনীকান্তকে দেখা যেতে চলেছে বড়পর্দায়। তাঁর সঙ্গে তমন্নার যুগলবন্দি। ফলে দর্শকদের উৎসাহ চোখে পড়ার মতো। তমন্না ছাড়াও অভিনয়ে রয়েছেন রজনীকান্ত, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, রাম্য কৃষ্ণন, মিরনা মেনন, যোগীবাবু ও বিনায়কন। কমেডি ঘরানার ছবি হলেও রয়েছে ভরপুর অ্যাকশন। নেলসন দিলীপকুমার পরিচালিত এই ছবি মুক্তি পেতে চলেছে ১০ আগস্ট।