নিউজ ডেস্ক: শত বর্ষের দোরগোড়ায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ তথা আর.এস.এস। এমন প্রেক্ষাপটে যুবশক্তির অন্দরে আরও ঘনিষ্ঠভাবে প্রবেশ করতে সংগঠনে একাধিক সংস্কার আনার কথা শোনা যাচ্ছে সঙ্ঘ-সূত্রে। উল্লেখ্য, এর আগে জন্মলগ্ন থেকে মেনে চলা গণবেশে হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট এনে কিংবা #JoinRSS ক্যাম্পেন করে আধুনিক-মনা হওয়ার বার্তাও দিতে দেখা গেছে সঙ্ঘকে। ১০০ বছর পূর্তির আগে এবার সংগঠনকে আরও আপডেটেড করে তুলতে ফের আমূল সংস্কারের পথে হাঁটতে চলেছে তারা।
উল্লেখ্য, RSS প্রতিবছর একাধিক প্রশিক্ষণ শিবির আয়োজন করে থাকে রাজ্যস্তরে। কর্পোরেট জগৎ থেকে আরও যোগদান বাড়াতে সেই শিবিরগুলির সময়-দৈর্ঘ্যও কমিয়ে আনতে পারে সঙ্ঘ। পাশাপাশি, শারীরিক প্রশিক্ষণেও আসতে পারে পরিবর্তন। দণ্ড শিক্ষার জন্য ৫ ফুটের বাঁশের লাঠির বদলে কম দৈর্ঘ্যের যষ্টির ব্যবহার করার চিন্তাও করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। অন্যদিকে, কমানোর কথা শোনা যাচ্ছে শারীরিক কার্যক্রমের সময়সীমাও, তার পরিবর্তে জাতীয়তাবোধসম্পন্ন বৌদ্ধিক বিকাশের দিকে দেওয়া হতে পারে জোর।
এ বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে পশ্চিমবঙ্গ RSS-এর প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায় বলেন,’ সঙ্ঘের যে কোনও সিদ্ধান্ত মার্চের অখিল ভারত স্তরের প্রতিনিধি সভায় গৃহীত হয়। তবে শতবর্ষের কার্যক্রম উপলক্ষ্যে বেশ কিছু বিন্দুর উপর জোর দেওয়া হচ্ছে এখন। যেমন, গ্রাম বিকাশের ক্ষেত্রে নিম্নবর্গীয় এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের আত্মনির্ভর করতে নেওয়া হচ্ছে কর্মসূচি।’ তবে শারীরিকের সময়ক্রম কমিয়ে বৌদ্ধিক কার্যক্রমের উপর অধিক জোর দেওয়ার খবর অস্বীকার করেন তিনি।