সিমন রায়: বিদ্যাসাগরের নামটার সঙ্গে একাধারে যেমন
জড়িয়ে আছে বিধবা বিবাহের অনুষঙ্গ, একইভাবে জুড়ে আছে নারীশিক্ষার প্রসঙ্গও। কিন্তু বিদ্যাসাগর
যে চিকিৎসাও করতেন জানতেন কি? কলেরা রোগীদের সেবা করা থেকে শুরু করে নিজে হাতে কারমাটারের
নিম্নবর্গের সাঁওতালদের রোগ নিরাময়ের জন্য হোমিওপ্যাথির চর্চা, বিদ্যাসাগরের জীবনের
এই অধ্যায় এখনও অনেকের কাছেই অজানা।
শোনা যায় জগদ্দূর্লভ সিংহের পরিচিত কিছু
মানুষ একবার কলেরায় আক্রান্ত হয়েছে শুনে বালক ঈশ্বরচন্দ্র স্থানীয় গৃহস্থ বাড়ি
থেকে তাদের জল এনে খাওয়ালেন, ডাক্তার রূপচাঁদের বাড়ি থেকে বেদানা, মিছরি, এক কলসি
পরিষ্কার জল এনে রোগীদের খাওয়ালেন, নিজের হাতে বমি-মলমূত্র পরিষ্কার করে ধোয়া কাপড়
পড়ালেন। আবার ১৮৬৬ সালে দুর্ভিক্ষ লাগলে কলকাতার কলেজ স্কোয়ার অঞ্চলে উপোসী মানুষকে
নিজে হাতে খাবার পরিবেশন করেছিলেন।
Tags: NULL