নিউজ ডেস্ক: আমেরিকাতে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ ক্রিকেটে অভিনব ঘটনা। আমেরিকার ক্রিকেট টিম থাকলেও কা নাম-কা-ওয়াস্তে। গোটা দেশে কিছু ক্রিকেট পিচ ঘেরা মাঠ থাকলেও তা আন্তর্জাতিকমানের নয়। তারমধ্যে ২০২৪ সালে টি- টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে আমেরিকায়। যা শুরু হতে পারে ৪ জুন থেকে। ফাইনাল হতে পারে ৩০ জুন। আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানকার ১০টি মাঠে ২০টি দলকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে।
একটি সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, আমেরিকার কোন কোন মাঠে খেলা হবে, আগামী সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সেগুলি ঠিক করে ফেলবে। প্রথম বার সেখানে আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা হতে চলেছে। আমেরিকার ফ্লোরিডায় আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। চলতি ওয়েস্ট ইন্ডিজ় বনাম ভারত সিরিজ়ের দু’টি ম্যাচ সেখানে হবে। এ ছাড়াও মরিসভিলে, ডালাস এবং নিউ ইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপের মতো প্রতিযোগিতা আয়োজন করতে হলে মাঠগুলি আন্তর্জাতিক মানের হতে হবে। আমেরিকার অনেক মাঠের আন্তর্জাতিক তকমা নেই। তাই আইসিসি-র পক্ষ থেকে সেই সব মাঠ পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হবে। ফ্লোরিডার মাঠের আন্তর্জাতিক তকমা থাকলেও মরিসভিলে, ডালাস এবং নিউ ইয়র্কের মাঠের নেই। মরিসভিলে এবং ডালাসে মেজর লিগ ক্রিকেট (আমেরিকার টি-টোয়েন্টি লিগ) হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে এই মাঠগুলি নিয়ে আলোচনায় বসবে আইসিসি এবং আয়োজক দেশগুলির (ওয়েস্ট ইন্ডিজ় এবং আমেরিকা) ক্রিকেট বোর্ড।