নিউজ ডেস্ক: তৃণমূল-শাসিত পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা প্রকাশিত হয়েছিল পাকিস্তান সংবাদ মাধ্যমে। এবার কলকাতায় এসেই ভোট সন্ত্রাস নিয়ে টিপ্পনী করে গেলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। গতকাল কলকাতা প্রেস ক্লাবের একটি সাংবাদিক বৈঠকে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নতি করা নিয়ে তাঁর বক্তব্য রাখছিলেন হাসান মাহমুদ। সেই সময় বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত প্রসঙ্গে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট সন্ত্রাসের কথা শোনা যায় তাঁর মুখে।
বাংলাদেশের নির্বাচনে রাজনৈতিক শান্তি বজায় রাখতে কতটা সফল হয়েছে হাসিনা সরকার, তা নিয়ে বলতে গিয়ে তিনি তুলনা করেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের সঙ্গে। তিনি জানান, কদিন আগেই নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে। এখানে নির্বাচনে কী হয়েছে তা তো সবাই জানেন, বলে টিপ্পনী করেন হাসান। এই প্রসঙ্গে তিনি জানান, বরিশালের একটি স্থানীয় নির্বাচনের প্রচারে প্রার্থীর গায়ে সামান্য ঘুষির আঘাত লেগেছিল। সঙ্গে সঙ্গেই যে এই কাজ করেছিল, তাকে গ্রেফতার করা হয়। এমন কি তাঁর আশেপাশে থাকা সঙ্গীদেরকেও করা হয় গ্রেফতার।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে এবারের সন্ত্রাস ছাপিয়ে গিয়েছে পূর্বের সব নির্বাচনকে। পঞ্চায়েত ভোট নিয়ে এখনও আদালতে চলছে মামলা। অন্যদিকে, এখনও বিক্ষিপ্ত সন্ত্রাস বন্ধ না হওয়ায় সরানো হয়নি কেন্দ্রীয় বাহিনী। এইরকম পরিস্থিতিতে বাংলাদেশের একজন প্রথম সারির মন্ত্রীর খোদ কলকাতায় এসে পঞ্চায়েত সন্ত্রাস নিয়ে এমন টিপ্পনীকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।