নিউজ ডেস্ক: মোহনবাগান সমর্থকদের কাছে ‘২৯ জুলাই’ দিনটা যথেষ্ট গর্বের। কারণ ১৯১১ সালে এই দিনেই ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফএ শিল্ড জয় করেছিল শিবদাস ভাদুড়ি অ্যান্ড কোম্পানি। গর্বের এই দিনটা সবুজ-মেরুন সমর্থকেরা যথেষ্ট উচ্ছ্বাসের সঙ্গেই পালন করে থাকেন। কিন্তু, এমন আনন্দের দিনেও বাগান সমর্থকদের গলায় কাঁটার মতো বিঁধে রইল সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও মোহন বাগান সুপার জায়ান্টসের পক্ষ থেকে ক্লাবকে কোনও শুভেচ্ছা জানানো হল না। পাশাপাশি নিজেদের অফিশিয়াল টুইটার পেজেও এই বিশেষ দিনের ব্যাপারে কোনও উল্লেখ করা হল না। আর বিষয়টা মোহনবাগান সমর্থকেরা যে একেবারেই ভালোভাবে গ্রহণ করেননি, তা বলাই বাহুল্য।
এখনও পর্যন্ত কোনও বার্তা না থাকায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন সমর্থকরা। সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন। খোদ সঞ্জীব গোয়েঙ্কার প্রতিও ক্ষোভ উগরে দেওয়া হচ্ছে। প্রতিবছর ২৯ জুলাই ক্লাবে বিরাট অনুষ্ঠান করা হয়। মহরম থাকায় শনিবার ক্লাব প্রাঙ্গনে শুধু সুব্রত ভট্টাচার্যের এক বই উদ্ধোধন হওয়ার কথা। জামাই সুনীল ছেত্রীর আসার কথা সেখানে। রবিবার ক্লাব তাঁবুতে বসছে বিরাট অনুষ্ঠান। গৌতম সরকারকে দেওয়া হচ্ছে মোহনবাগান রত্ন। তারপরে গানের আসর।