নিউজ ডেস্ক: বিশ্বকাপ ম্যাচ নিয়ে নয়, এই মুহূর্তে ভারত-পাকিস্তান মজে সীমা আর অঞ্জুর প্রেমকাহিনীতে। সীমার ভারতে আসার পরপরই ভারতের অঞ্জুর প্রেমের টানে পাকিস্তান যাওয়ার খবর ভাইরাল। অঞ্জুর স্বামী-সন্তান থাকা সত্ত্বেও সে বিয়ে করে ফেলে পাকিস্তানে ফেসবুকের মাধ্যমে আলাপ হওয়া নাসরুল্লাহকে। কিন্তু পাকিস্তান যাওয়ার পর অঞ্জু প্রথমে দাবি করে শুধুমাত্র নাসরুল্লাহের সঙ্গে দেখা করার জন্য সে এসেছে পাকিস্তানে। এমন কি দেখা করার পর ভারতে ফিরে আসবে বলেও জানায় অঞ্জু।
কিন্তু পাকিস্তানে গিয়ে মত বদলে নাসরুল্লাহের সঙ্গেই ঘর বসানোর সিদ্ধান্ত নেয় অঞ্জু। এদিকে নাসরুল্লাহও প্রথমে দাবি করে, সে অঞ্জুকে বিয়ে করলেও অঞ্জুর ধর্ম পরিবর্তন নিয়ে তার কোনও মত নেই। কিন্তু এরপর জানা যায়, ইসলাম কবুল করে নাসরুল্লাহকে নিকাহ করে নিয়েছে অঞ্জু। একটি ভাইরাল ভিডিওতে নাসরুল্লাহ এবং তার বন্ধুদের সঙ্গে ডিনার করতে দেখা যায় অঞ্জুকে।
উল্লেখ্য, মেয়ের প্রতি কড়া মনোভাব নিতে দেখা গেছে অঞ্জুর বাবাকেও। অঞ্জুর মৃত্যুকামনা করে সরকারের কাছে তিনি আবেদন করেন, অঞ্জুকে যেন ভারতে আর ফেরানোর ব্যবস্থা না করা হয়। এদিকে নিকাহ করার পর নাসরুল্লাহ জানান, ফতেমার (ইসলাম নেওয়ার পর অঞ্জুর নাম) সঙ্গে বেশ সুখে রয়েছেন তিনি। এমন কি অঞ্জুর ভারতে থাকা দুই সন্তানকেও পাকিস্তানে আনার ব্যবস্থা করছেন তিনি বলে খবর। আর নাসরুল্লাহর দাবি, পাকিস্তানে এসে যারা ইসলাম কবুল করেন, তাদের খুব দ্রুত ভিসার ব্যবস্থা করে পাকিস্তানের নাগরিকত্ব প্রদান করা হয়। অঞ্জুর সন্তানদেরকেও পাকিস্তানের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তার সরকার বলে জানান তিনি।