নিউজ ডেস্ক: ফের অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য়। তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে সূত্রের খবর। তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা বৃদ্ধি পেয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। তাকে গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরেই অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ২০১৬ সালের পর থেকে তিনি বাড়ির বাইরে খুব বেশি বের হন না। তাকে কোনো দলীয় কর্মসূচিতেও দেখা যায় না। গতকাল রাত থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরের অক্সিজেন স্যাচুরেশন কমতে শুরু করে। শনিবার তাঁর অবস্থার আরও অবনতি হয়। ৭০-এ অক্সিজেন স্যাচুরেশন নেমে আসায় হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
জানা গেছে তাঁর ফুসফুসে সংক্রমণজনিত সমস্যা রয়েছে। তাকে বাড়িতেই প্রথমে প্রাথমিক চিকিৎসা করা হয়। তাতে কাজ না হওয়ায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রথমে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে আসা হয়। এর আগে ২০১৮ সালে গুরুতর অসুস্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এরপর কোভিড কালে করোনায় আক্রান্ত হন তিনি। সেই সময়ও তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৮০-তে নেমে এসেছিল। করোনায় আক্রান্ত হয়ে তাঁর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়।